এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে মুখ্যমন্ত্রীর যোগ্য উত্তরসূরি হয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ অভিষেকের

করোনা আবহে মুখ্যমন্ত্রীর যোগ্য উত্তরসূরি হয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ অভিষেকের


করোনা ভাইরাস মোকাবিলায় বর্তমানে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক ভাবে সরব হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধীদের অভিযোগ, সরকার রাপিড টেস্ট করছে না। যার ফলে তৈরি হয়েছে গুঞ্জন। অনেকেরই মনে হচ্ছে, তাহলে কি সত্যিই গোড়াতেই গলদ রয়েছে? সরকারপক্ষ যদি টেস্ট করে, তাহলে অন্তত করোনা ভাইরাস কাদের কাদের শরীরে বাসা বাঁধছে, তা অন্তত ধরতে পারা যাবে। কিন্তু এই টেস্ট না হওয়ার ফলে অনেকেরই কোপের মুখেই পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলকে।

আর এমতাবস্তায় এবার রাজ্যে যথেষ্ট পরিমাণে টেস্ট না হওয়া নিয়ে বিরোধীদের যে প্রশ্ন, তার উত্তর দিলেন তৃণমূলের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন সর্বভারতীয় সংবাদ সংস্থার একটি টুইটের উত্তরে কেন্দ্রের উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। তিনি বলেন, “একেই আপনারা আইসিএমআরের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে ত্রুটিপূর্ণ কিট প্রদান করছেন। অন্যদিকে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় দলকে পাঠিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কাজ পরিচালনা করতে। আপনারা বাঙ্গালীদের জীবন নিয়ে খেলছেন এবং আপনাদের নেতারা মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করছেন পরীক্ষার সংখ্যা নিয়ে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আইসিএমআরের পক্ষ থেকে যে কিট পাঠানো হয়েছে, তা বেশ কিছু ক্ষেত্রে ত্রুটিপূর্ণ। একবার তা পরীক্ষা করার পর আবার টেস্ট করতে হচ্ছে। যার ফলে সেই কিট নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সমস্ত সমালোচনার জবাব দিতে গিয়ে কেন্দ্রের দিকে তুলে ধরে তুলোধোনা করার চেষ্টা করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুধু তাই নয়, কেন্দ্রের পক্ষ থেকে যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে তাতে রাজ্যকে কেন জানানো হয়নি, তা নিয়েও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। বস্তুত, ইতিমধ্যেই কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানো নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আর এবার সেই একই পথে হেটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে শোরগোল তুলে দিলেন। তবে তৃণমূলের শীর্ষস্তর থেকে বিরোধীদের বিভিন্ন বক্তব্য খণ্ডন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন, তার পরিপ্রেক্ষিতে বিরোধীদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!