এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যপালের সঙ্গে বিজেপির সমঝোতা, বিস্ফোরক প্রাক্তন বিজেপি নেতা!

রাজ্যপালের সঙ্গে বিজেপির সমঝোতা, বিস্ফোরক প্রাক্তন বিজেপি নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক খুব একটা ভালো নয়। বারবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যপাল বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যপালের সঙ্গে বিজেপির সমঝোতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কিছুদিন আগেই বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে যান জয়প্রকাশ মজুমদার। আর সেখানেই রাজ্যপালের সঙ্গে বিজেপির গোপন আঁতাত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে এই তৃণমূল নেতা বলেন, “রাজভবন বিজেপির আর একটা দপ্তর হয়ে গিয়েছে। রাজ্যপালকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ, আমিও বেশ কয়েকটি মিটিংয়ে ছিলাম। বলা হয়েছে, আমাদের হাতে রাজভবন আছে। আমাদের হাতে দিল্লির সরকার আছে। তাই এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, যেখানে দেখাতে হবে, বাংলার অবস্থা ভালো নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, জয়প্রকাশ মজুমদার এই কথা বলে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলেন। এতদিন তিনি বিজেপিতেই ছিলেন। এখন তৃণমূলে আছেন। তবে তার এই ধরনের মন্তব্য গেরুয়া শিবির থেকে শুরু করে রাজ্যপাল সম্পর্কে তৃণমূলের যে প্রশ্ন, সেই প্রশ্নকে আরও দীর্ঘায়িত করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!