এখন পড়ছেন
হোম > অন্যান্য > আমিরশাহীতে IPL শুরুর আগেই একযোগে তিন বড়ধাক্কায় ঘুম উড়ছে KKR শিবিরের? জানুন বিস্তারিত

আমিরশাহীতে IPL শুরুর আগেই একযোগে তিন বড়ধাক্কায় ঘুম উড়ছে KKR শিবিরের? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএল শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তবে আপনার পছন্দের দলের জন্য গলা ফাটানোর আগে জেনে নেওয়া দরকার, যদি আপনি কেকেআর টিমের সাপোর্টার হন, তবে খেলার শুরুতেই দলের জন্য বড়সড় ধাক্কা লাগতে পারে। যদিও এতদিনে কেকেআরের অনুশীলন থেকে শুরু করে খেলোয়াড়দের চয়েজ, সমস্ত কিছু নিয়েই দলের পারফরম্যান্স ছিল প্রথম দিকেই। তবে টুর্নামেন্টের প্রথমেই এমন ধাক্কা খাওয়ার কারণ কি তা নিয়ে যথেষ্ট ভাবাচ্ছে কেকেআর সমর্থকদের। তবে জানা গেছে এর পেছনে রয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তিনজন আন্তর্জাতিক তারকার কেকেআরে না খেলতে পারার সুযোগ।

তবে এমন হওয়ার কারণ কি সে প্রশ্নের উত্তরে উঠে এসেছে আবুধাবিতে কোয়ারেন্টাইনের নিয়ম। আমির্শাহীতে পৌঁছানোর পর থেকেই দুবাই এবং আবুধাবিতে থাকা দলগুলোর মধ্যে চূড়ান্ত সমস্যা তৈরি হয়। এই দু’জায়গায় কোয়ারেন্টিনের নিয়ম নিয়ে বা কোয়ারেন্টাইনের দিনক্ষণ অনুসারে অনুশীলনে নামতে সমস্যা হয়েছিল আবুধাবিতে থাকা দলগুলোর। তবে সে ক্ষেত্রে সেই সমস্যার সমাধান করা গেলেও খেলা শুরুর মুখেই যে কেকেআর-এর সামনে এটা নিয়ে আবারও একটা সমস্যা তৈরি হবে, তা কল্পনা করতে পারেননি কেউই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে সম্প্রতি দুবাইতে পৌঁছেছেন কেকেআর সহ অন্যান্য দলের তারকারা। সে ক্ষেত্রে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার একুশ জন তারকা প্রত্যেকেরই খেলার কথা আইপিএলে। তাই দুবাইতে নেমে এদের প্রত্যেকেরই চলে যাওয়ার কথা কোয়ারেন্টিনে। তবে ইতিমধ্যে যাতায়াতের সুবিধার জন্য আইপিএলের দলগুলোকে ভাগ করে রাখা হয়েছে বলে জানা গেছে বিভিন্ন শহরে। আর এক একটা শহরের এক এক রকম কোয়ারেন্টিন নিয়ম হওয়ায় সমস্যা হয়েছে। সেখানে আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থেকে ৬টি দল থাকবে শারজায় আর দুবাইতে। আর বাকি দুটি দল থাকবে আবুধাবিতে। যেহেতু আমির্ষাহির নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আসা কাউকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়, সেক্ষেত্রে এর আগেই ক্লাব কর্তারা দুবাই এবং শারজায় সেই সময়কালকে তিনদিনে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে সমস্যা থেকে গেছে আবুধাবিকে নিয়ে। আবুধাবি প্রশাসন কিছুতেই কোয়ারেন্টিনের দিন ৬দীনের নিচে নামাতে রাজি নয়।

এবার সমস্যা হচ্ছে কেকেআর আর মুম্বাই রয়েছে আবুধাবিতে। মুম্বাইয়ের দলে আন্তর্জাতিক তারকাদের মধ্যে কেউই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তারকার না থাকলেও, কেকেআরের দলে রয়েছে এমন ৩ জন তারকা। তাই ২১ জন তারকাদের মধ্যে ১৮ জন যারা অন্যান্য দলের হয়ে খেলবে তাদের সমস্যা হওয়ার কথা নয়, কারণ ৩ দিনই তা শেষ হয়ে যাচ্ছে। তবে অন্যদিকে কেকেআর এর ক্ষেত্রে সেটা ৬ দিন হচ্ছে।

মুম্বাইয়ের ক্ষেত্রে তাই স্বস্তি হলেও এদের ক্ষেত্রে প্রথম ম্যাচে হয়তো নাও নামতে দেখা যেতে পারে টম ব্যান্টন, প্যাট কামিন্স এবং ইয়ন মরগানকে। অন্যদিকে আইপিএলে কেকেআর-এর প্রথম ম্যাচ ২৩শে সেপ্টেম্বর। আর হিসেব মত সেদিনই এই তিনজনের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা। যদিও সেইদিনই তারা মাঠে নামতে পারবেন কিনা সেই সম্ভাবনা নিয়ে এখনও কিছু জানা নেই, তবে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে এই নিয়ে যথেষ্ট সচেষ্ট হয়েছেন নাইটরা। তারা চাইছে যাতে কোনভাবে কোন ব্যবস্থা করা সম্ভব হয়। তাই আপাতত শেষমেশ কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেই দিকেই তাকিয়ে রয়েছে নাইট অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!