এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে বাড়ছে বিদ্রোহীর সংখ্যা , গণনার আগে মমতার অস্বস্তি বাড়ালেন চিরঞ্জিত!

তৃণমূলে বাড়ছে বিদ্রোহীর সংখ্যা , গণনার আগে মমতার অস্বস্তি বাড়ালেন চিরঞ্জিত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস হয়নি বলে তৃণমূল নেতারা বড় বড় কথা বললেও, তাদের দলের ভেতর থেকেই বিদ্রোহী মনোভাব প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই হুমায়ুন কবীর, সৌগত রায়ের মতো জনপ্রতিনিধিরা এই সন্ত্রাস নিয়ে মন্তব্য করেছেন। বাড়িয়ে দিয়েছেন দলের অস্বস্তি। আর এবার গণনার আগের দিন সেই নির্বাচনী সন্ত্রাস নিয়ে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তার মতে, পশ্চিমবঙ্গের বাইরে বা বিদেশে গেলে এই সন্ত্রাস নিয়ে কথা শুনতে হবে। আর তখন কারই বা ভালো লাগবে! তাই তিনিও এই গোটা ঘটনায় অত্যন্ত লজ্জিত।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। যেখানে তিনি বলেন, “নির্বাচনে এই ধরনের ঘটনা হলে কার না লজ্জা লাগে! আমরাও লজ্জিত। এখন বিদেশে গেলে এই ঘটনা নিয়ে শুনতে কার ভালো লাগবে! বাঙালি হিসেবে আমিও অত্যন্ত লজ্জিত।”

বলা বাহুল্য, শুধু চিরঞ্জিত চক্রবর্তী নন, এর আগেও তৃণমূলের একাধিক হেভিওয়েট বিধায়ক এবং সাংসদ এই নির্বাচনী সন্ত্রাস নিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন। আর এবার সেই পথেই হাঁটলেন বিশিষ্ট অভিনেতা তথা হেভিওয়েট তৃণমূল বিধায়ক। যার ফলে গণনার আগের দিন আবারও নির্বাচনী সন্ত্রাস নিয়ে দলের হেভিওয়েট বিধায়কের মন্তব্য রীতিমত অস্বস্তির মুখে ফেলে দিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!