এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  গণনার আগেই ফলাফল নিয়ে অহংকার কুনালের! ফের বিরোধী শূন্যের আভাস!

 গণনার আগেই ফলাফল নিয়ে অহংকার কুনালের! ফের বিরোধী শূন্যের আভাস!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সন্ত্রাস দেখেছে রাজ্য। বিরোধীরা দাবি করছে, প্রচুর জায়গায় লুট হয়েছে। তবে এর পরেও বিরোধী দল বিজেপি গণনা নিয়ে আশাবাদী। তাদের দাবি, যে সমস্ত জায়গায় একটু ভালোমতো ভোট হয়েছে, সেখানে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। তবে গননার আগর দিন পুনঃনির্বাচনের দিনেও যখন অশান্তি খবর সামনে আসতে শুরু করেছে এবং বিরোধীরা সরব হচ্ছে, ঠিক তখনই পঞ্চায়েতের ফলাফল নিয়ে বড় দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার দাবি, গণনায় বিরোধীরা গোহারা হারবে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিরোধীদের অভিযোগ নিয়ে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়‌। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “আগামীকাল ভোটের গণনা রয়েছে। বিরোধীরা গোহারা হারবে। তাই নাচতে না জানলে উঠোন বাঁকা। তাই এখন বাঁকা উঠোনকে সামনে এনে তারা বিভিন্ন অভিযোগ করছে।”

তবে কুনাল ঘোষের গণনার আগের দিনেই এই ধরনের আত্মপ্রত্যয়ী দাবি নিয়ে অনেকের মনেই উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকে বলছেন, এটা তো কুনাল ঘোষের অহংকারী মনোভাবের পরিচয়। বিরোধী দল কতটা আসন পাবে, আর কত আসনে তারা পরাজিত হবে, তা আগে থেকেই কি করে নিশ্চিত করে বলছেন কুনাল ঘোষ!

আর যদিও বা রাজনৈতিক কারণে তিনি এই কথা বলছেন। তবে এই কথা বলে তিনি নিজের অহংকারী মনোভাবের পরিচয় দিয়ে বিরোধী শক্তিকে গৌণ হিসেবে দেখাতে চাইছেন। তাহলে কি আবার বিরোধীশূন্যের আভাস দিতে চাইছেন তৃণমূল নেতারা! যদি তাই হয়, তাহলে এই প্রবণতা রাজনীতিতে মোটেই সুখকর নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!