এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যে জারি হচ্ছে ৩৫৫ ধারা! শাহের সঙ্গে বৈঠকের আগেই রাজ্যপালকে বড় অনুরোধ শুভেন্দুর!

রাজ্যে জারি হচ্ছে ৩৫৫ ধারা! শাহের সঙ্গে বৈঠকের আগেই রাজ্যপালকে বড় অনুরোধ শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস এবং মৃত্যু মিছিলের পরেই রবিবার দিল্লি পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। অনেকে মনে করছেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রের কাছে হয়তো বা 355 ধারা জারি নিয়ে আলোচনা করতে পারেন বাংলার রাজ্যপাল।

আর এই পরিস্থিতিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের আগেই কলকাতা থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যপালের কাছে বড় অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে 356 ধারা জারি করা নয়, বরঞ্চ 355 ধারা জারি করে কিছুদিনের জন্য পুলিশ প্রশাসনকে কেন্দ্রের অধীনে নিয়ে নেওয়া হোক বলে আবেদন জানালেন তিনি। স্বভাবতই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকের আগেই বিরোধী দলনেতার এই মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, এদিন বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বিরোধী দলনেতা বলেন, “আমি বলবো না যে রাজ্যপাল 356 ধারা রাজ্যে লাগু করুন। কারণ আমরা চাই না, গণতান্ত্রিক উপায়ে আসা একটি সরকারকে এইভাবে উৎখাত করতে। আমরা গণতান্ত্রিক ভাবে লড়াই করেই এই সরকারকে ক্ষমতাচ্যুত করব। তবে যেভাবে পুলিশের উপর নির্ভর করে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে, তাতে আমি রাজ্যপালের কাছে অনুরোধ করবো যে, তিনি কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করুন, যাতে রাজ্যে 355 ধারা লাগু করে থানাগুলোকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা হোক।”

এদিকে বিরোধী দলনেতার রাজ্যপালের উদ্দেশ্যে এই আবেদনের বক্তব্যকে কেন্দ্র করেই রীতিমতো জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কেননা বিরোধীরা দাবি করছে, শুধুমাত্র পুলিশ তৃণমূলের থেকে সরিয়ে নেওয়া হোক। তাহলেই তৃণমূল দল বলে রাজ্যে আর কিছু থাকবে না। সেদিক থেকে গণতান্ত্রিক উপায়ে আসা একটি সরকারকে ক্ষমতাচ্যুত না করে বরঞ্চ পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করার বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার সময় যেন রাজ্যপাল 355 ধারা জারি করার কথা বলেন, সাংবাদিক বৈঠকে সাংবিধানিক প্রধানের উদ্দেশ্যে এমনটাই আবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা।তবে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল কি প্রস্তাব দেন, বাংলার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে শুভেন্দু অধিকারীর এই ফর্মুলাকে তিনি কেন্দ্রের কাছে উপস্থাপিত করেন কিনা এবং তার ফলে কেন্দ্র কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!