এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে চরম প্রতিরোধ! মেদিনীপুরের উদাহরণ তুলে ধরলেন শুভেন্দু!

পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে চরম প্রতিরোধ! মেদিনীপুরের উদাহরণ তুলে ধরলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এতদিন শুধুমাত্র শাসকদল এবং পুলিশ প্রশাসনের হামলার শিকার হতে হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের। কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে যদি হামলা হয়, তাহলে তাকে আটকে দিয়েছে বিরোধীরা। অনেক ক্ষেত্রে রং না দেখে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে। যাকে কার্যত বিরোধীদের জয় বলেই আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে মেদিনীপুরে তমলুকে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত বিরোধী দল এক হয়ে প্রতিরোধ করেছে, তার প্রশংসা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এভাবেই যে প্রতিরোধ চলবে এবং আগামী দিনে যে গোটা রাজ্যকে পথ দেখাবে মেদিনীপুর, সেই ব্যাপারেও হুংকার ছাড়লেন তিনি।

প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠকে মেদিনীপুরে তমলুকে প্রতিরোধের কথা তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বিপ্লবের জায়গা, প্রতিবাদের জায়গা মেদিনিপুর। মেদিনীপুর পথ দেখাবে। চোর তৃণমূলের বিরুদ্ধে তমলুকে প্রতিরোধ হয়েছে। সমস্ত বিরোধী দল সবাই এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, এতদিন শুধুমাত্র শাসকদলের হামলার শিকার হয়ে চুপচাপ মার খেতে হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের। কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই শুভেন্দু অধিকারী নিজের দলের নেতাকর্মীদের বার্তা দিয়েছিলেন, কোনোমতেই পড়ে পড়ে মার খাওয়া যাবে না। এক্ষেত্রে যদি তৃণমূল মার দিতে আসে, তাহলে তাদের বিরুদ্ধে পাল্টা মারের রাস্তা অবলম্বন করতে হবে বলেও প্রতিরোধের বার্তা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আর তার সেই বার্তা কাজে দিয়েছে। শুধু বিজেপি নয়, এক্ষেত্রে অনেক জায়গাতেই তৃণমূল সন্ত্রাসের রাস্তা অবলম্বন করলে বিজেপির পাশাপাশি প্রতিরোধ করতে দেখা গিয়েছে বাম, কংগ্রেস সহ অন্যান্য তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তাই সেক্ষেত্রে মেদিনীপুরের সন্তান হিসেবে তিনি যে প্রতিরোধের বার্তা দিয়েছিলেন, তা গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় টনিক হিসেবে কাজ করছে এবং তাতে তৃণমূল অত্যন্ত চাপে রয়েছে বলেই বুঝিয়ে দিতে চাইলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!