এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কেন্দ্রীয় নয়া ডিজিটাল আইন প্রবর্তনের পরই বিশেষ পদক্ষেপ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের

কেন্দ্রীয় নয়া ডিজিটাল আইন প্রবর্তনের পরই বিশেষ পদক্ষেপ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মে মাসের শেষদিকে নয়া ডিজিটাল আইন প্রবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। নয়া ডিজিটাল আইনের নিয়ম-বিধি নিয়ে বেশকিছু সংস্থা প্রথমদিকে আপত্তি করলেও শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশ তারা মেনে নিয়েছে। এবার কেন্দ্রের নির্দেশ মতো বেশকিছু ডিজিটাল সংস্থা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ক্যু এ বিষয়ে তাদের রিপোর্ট প্রকাশ করেছে। আইন লঙ্ঘনকারী ও আপত্তিকর বিষয়গুলিকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানালো একাধিক সংস্থা।

গতকাল, নয়া ডিজিটাল আইন মেনে তাদের রিপোর্ট প্রকাশ করেছে একাধিক সংস্থা। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ১৫ ই মে থেকে শুরু করে ২৫ সে জুনের মধ্যে কেন্দ্রীয় ডিজিটাল আইন লঙ্ঘন করা হয়েছে, এই ধরনের ৩ কোটিরও বেশি বিষয়বস্তুর বিরুদ্ধে তারা পদক্ষেপ গ্রহণ করেছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন লঙ্ঘনের বিষয়টিকে দশ ভাগে ভাগ করে পর্যবেক্ষণ করেছেন তারা। আইন লঙ্ঘনকারী বিষয়বস্তুগুলো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এগুলিকে মুছে ফেলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফেসবুকের পক্ষ থেকে সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপত্তিকর বিষয়বস্তু গুলিকে চিহ্নিত করেছেন তারা। ফেসবুকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, আপত্তিকর বিষয় বস্তু ছাড়াও কোন পোস্ট সম্পর্কে কোনো অভিযোগ এলে তা খতিয়ে দেখছেন তারা। কোন পোষ্টের বিষয়বস্তু নীতির বিরুদ্ধে চলে গেছে কিনা? সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করছেন? সে সম্পর্কে তারা আগামী ১৫ ই জুলাই বিস্তারিত রিপোর্ট প্রকাশ করবেন। গতকাল, ডিজিটাল প্ল্যাটফর্ম গুগলের পক্ষ থেকে তাদের রিপোর্ট পেশ করা হল। গুগোলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইন লংঘন করা হয়েছে এরকম ৫৯ হাজারেরও আরো বেশি লিনক গুগল থেকে সরিয়ে দেয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত এপ্রিল মাসে ৭৭১৬ টি অভিযোগ তাদের কাছে এসেছিল। সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছে সংস্থা।

আবার ক্যু এর পক্ষ থেকেও বেশ কিছু আপত্তিকর কনটেন্ট সরিয়ে দেয়া হয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংস্থায় সাড়ে ৫ হাজার অভিযোগ এসেছিল। যার মধ্যে ১২৫৩ টি অভিযোগের সমাধান করা হয়েছে। বেশিরভাগ অভিযোগ স্বস্ত্ব সংক্রান্ত বিষয় নিয়ে এসেছিল। অভিযোগ আসার পরই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এভাবেই ভারতের নয়া ডিজিটাল আইনের প্রতি সম্মতি জানিয়ে তাদের রিপোর্ট প্রকাশ করল একাধিক সংস্থা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!