এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জল্পনার অবসান! সৌরভকে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ!

জল্পনার অবসান! সৌরভকে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রবিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সোমবার দিল্লির ফিরোজ শা কোটলার অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকার কথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এমনিতেই বিজেপির পক্ষ থেকে আগামী বিধানসভা নির্বাচনে মুখ কে হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। সেদিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম অনেকদিন ধরেই সামনের সারিতে আসতে শুরু করেছিল। আর রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সোমবার অমিত শাহের সঙ্গে এক মঞ্চে তার উপস্থিতির ফলে সেই গুঞ্জন আরও জোরালোভাবে ফুটে উঠতে শুরু করে।

আর এই পরিস্থিতিতে এবার সেই সৌরভ গাঙ্গুলীর রাজনীতির নতুন ইনিংসে নামা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। এদিকে এই বিষয় নিয়ে যখন জল্পনা সব মহলে দানা বাধতে শুরু করেছে, ঠিক তখনই বাংলার মহারাজকে বিজেপিতে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে সৌরভ গাঙ্গুলীর মত সফল ব্যক্তিত্ব বিজেপিতে এলে তাকে অবশ্যই স্বাগত জানানো হবে বলে জানিয়ে দিলেন তিনি।

স্বভাবতই দিলীপ ঘোষের এই মন্তব্যে এখন নতুন করে সৌরভ গাঙ্গুলীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হয় দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে।

আর সেই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “সৌরভ গাঙ্গুলী কী করবেন, না করবেন তা আমার জানা নেই। তিনি একজন সম্মানীয় নাগরিক। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। একজন ভিআইপি হিসেবে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন। এর মধ্যে রাজনীতি আছে কিনা, তা আমার জানা নেই। বিজেপিতে আমরা সবাইকে আহ্বান করছি। একথা আগেও বলেছি। তবে যারা সমাজে সফল ব্যক্তি, তাদের রাজনীতিতে আসা উচিত। কেননা রাজনীতির যা দুরাবস্থা চলছে, তার পরিবর্তন হওয়া দরকার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, সৌরভ গঙ্গোপাধ্যায় যে দলের হয়েই ময়দানে নামবেন, সেই রাজনৈতিক দলের যে যথেষ্ট লাভ হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেদিক থেকে সৌরভ গাঙ্গুলী এখন রাজনীতি করতে শুরু করলে, তিনি বিজেপিতে এসেই তার নতুন ইনিংস শুরু করবেন বলে দাবি করছেন একাংশ। তবে এখনও পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ সেরকম কোনো বক্তব্য সামনে আসেনি। কিন্তু তার গতিবিধি নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলী যদি বিজেপিতে যোগ দেয়, তাহলে বিজেপি রাজ্য নেতৃত্বের কি মনোভাব, তা জানার জন্য সাংবাদিকদের প্রশ্ন করা হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যার উত্তরে কার্যত সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানানোর কথাই শোনালেন দলের রাজ্য সভাপতি।তবে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে নানা মহলে জল্পনা-কল্পনা চললেও, এখনও পর্যন্ত তার রাজনীতিতে যোগদান নিয়ে কোনো মন্তব্য সামনে আসেনি।

কিন্তু পরিস্থিতি অত্যন্ত সম্ভাবনাময় হয়ে উঠেছে বলেই মনে করছেন সকলে। প্রথমে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর এবার অমিত শাহের সঙ্গে এক মঞ্চে বাংলার মহারাজের উপস্থিতি তার বিজেপি ঘনিষ্ঠতাকে তীব্র থেকে তীব্রতর করে তুলছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!