এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রী জেলা সফর ঘিরে চরম প্রশাসনিক ব্যস্ততা, রাতের ঘুম উড়েছে কর্তাদের

মুখ্যমন্ত্রী জেলা সফর ঘিরে চরম প্রশাসনিক ব্যস্ততা, রাতের ঘুম উড়েছে কর্তাদের


প্রশাসনিক বৈঠকের জন্য জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর আগমনে নিজেদের ব্যবস্থাপনায় কোনো রকম ত্রুটি রাখেন না জেলার প্রশাসনিক কর্তারা। কেননা প্রায় সব দিকেই সতর্ক দৃষ্টি থাকা মুখ্যমন্ত্রীর যখন তখন কোপের মুখে পড়তে পারেন তাঁরা। আর তাইতো মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের খবর পেলেই সেই নির্দিষ্ট জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মধ্যে তীব্র তৎপরতা লক্ষ্য করা যায়। এবার দক্ষিণ 24 পরগনা জেলা।

বিশেষ সূত্রের খবর, আগামী 26 ডিসেম্বর এই জেলার নামখানা স্টেশন সংলগ্ন ইন্দিরা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠক করবেন। আর এরপরই 27 ডিসেম্বর মন্দিরবাজার ও মথুরাপুরের সীমানা ঘেঁষা পৌষ মেলা ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শেষ করেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

28 ডিসেম্বর প্রথমে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে পরিষেবা প্রদান ও সুন্দরবন কাপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সাথে সাগরের কাজকর্ম নিয়েও একটি বিস্তর বৈঠক করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর মুখ্যমন্ত্রীর এই সফরের খবর জেলা প্রশাসনের কাছে পৌঁছতেই এখন তীব্র তৎপরতা লক্ষ্য করা গেছে জেলা প্রশাসনের অন্দরে।

ঠিক কিভাবে অনুষ্ঠান মঞ্চ হবে, উপভোক্তাদেরই বা বসার জন্য ঠিক কী ব্যবস্থা করা হবে তা নিয়ে কার্যত হিমশিম খাওয়ার যোগাড় জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। আর তাই মুখ্যমন্ত্রীর এই সফরে যাতে কোনো ব্যবস্থায় কোনোরূপ খামতি না থাকে সেজন্য অনুষ্ঠানস্থলগুলি ঘুরে দেখেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। গতকাল দুপুরে দক্ষিণ বিষ্ণুপুরের পৌষ মেলা মাঠে ঘুরে দেখেন তিনি।

এদিন তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক মৃনাল রানো, অতিরিক্ত জেলাশাসক শ্যামল মন্ডল, ডায়মন্ডহারবারের মহকুমাশাসক দেবময় চট্টোপাধ্যায়, মথুরাপুর ও মন্দিরবাজারের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ঠিক কিভাবে তৈরি হবে মুখ্যমন্ত্রীর সভাস্থল?

জানা গেছে, এবারে আর বাঁশ দিয়ে নয়, স্টিলের হ্যাঙ্গার দিয়েই এই মঞ্চ তৈরির কাজ সম্পন্ন করা হবে। এদিকে এদিনই মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড ঠিক কথা কোথায় হবে সেই জায়গায় ঘুরে দেখার পাশাপাশি জেলাশাসক ওয়াই রত্নাকর রাও নামখানা স্টেশন সংলগ্ন ইন্দিরা ময়দানও পরিদর্শনে যান এদিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তাঁর সাথে ছিলেন সুন্দরবনের পুলিশ সুপার তথাগত বসু, কাকদ্বীপের মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। সব মিলিয়ে এখন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার প্রস্তুতি ঘিরে এখন তৎপর দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কর্তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!