এখন পড়ছেন
হোম > রাজ্য > কংগ্রেস নেতা মান্নানের কাছে অদ্ভুত আবদার করে শেষে জেলে ঠাঁই

কংগ্রেস নেতা মান্নানের কাছে অদ্ভুত আবদার করে শেষে জেলে ঠাঁই

রাজ্যের বর্ষীয়ান বিরোধী দলনেতা আব্দুল মান্নার এর কাছে আসা এক চিঠিকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো । সহজ সাধারণ জীবন যাপন করার খাতিরে খুব সহজেই সাধারণ মানুষের সাথে মেলামেশা করতে পারেন তিনি । বহু মানুষ তাদের দুঃখ কষ্টের কথা জানিয়ে তাঁর পরামর্শ ও সাহায্য প্রার্থনা করেন ।এক চিঠি পেয়ে হতবাক বিধায়ক আব্দুল মান্নান। যিনি চিঠিটি লিখেছেন তিনি নিজেকে সাট্টা ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। সাট্টা ব্যবসা নির্বিঘ্নে চালানোর অনুমতি চেয়ে মান্নান সাহেবকে চিঠিটি পাঠানো হয়। পত্রপ্রেরক নিজেকে শেওড়াফুলি আউটপোষ্টে সাট্টা (জুয়া) র এজেন্ট দাবি করেছেন । নাসিব আলির কথা অনুসারে শেওড়াফুলি বাজারে সঞ্জীব ভগৎ নামক জনৈক সমাজ বিরোধীর দাপটে তার ব্যবসা বন্ধ হয়ে যায় আর তার ব্যবসায় নিযুক্ত বাকি ৬ কর্মী বেকার হয়ে পরে । তাই এখন নাসিব আলির আবেদন সঞ্জীবের ব্যবসা বন্ধ করে ওনার ব্যবসা চালু করে দিতে হবে । মান্নান সাহেব আশঙ্কা ও আক্ষেপ নিয়ে জানান ” এরপর তো মানুষ খুনের অনুমতি চেয়ে চিঠি আসবে। বহু মানুষ বহু অভাব, অভিযোগ নিয়ে চিঠি লেখেন। তা বলে সাট্টার অনুমতি চেয়ে চিঠি কল্পনা করতেও কষ্ট হচ্ছে। রাজ্য ক্রমশ সমাজবিরোধীদের পীঠস্থান হয় উঠছে ” চিঠি পাওয়া মাত্রই তিনি চন্দন্নগর পুলিশকে জানান এবং সাথে সাথেই গ্রেপ্তার হয় ওই সাট্টা ব্যবসায়ী। তিনি বিষয়টি নিয়ে পুলিশের কাছে তৃনমূল বিধায়ক অর্জুন সিংহের দলের লোকদের দিকে আঙুল তুলেছেন বলে জানা গেছে। সূত্রের খবর পুলিশ এই চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!