এখন পড়ছেন
হোম > রাজ্য > যুব ও মাদারের তীব্র বিরোধে একের পর এক উপসমিতি বিজেপির দখলে, অস্বস্তিতে তৃণমূল

যুব ও মাদারের তীব্র বিরোধে একের পর এক উপসমিতি বিজেপির দখলে, অস্বস্তিতে তৃণমূল


বারবার গোষ্ঠীদ্বন্দ্বের জন্য অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূলকে। ইতিমধ্যে যুব ও মাদার এ দ্বন্দ্বের জন্য বাসন্তী পঞ্চায়েত সমিতিতে একের পর এক উপ সমিতি চলে যাচ্ছে বিজেপির।দলের এই দুই প্রধান সংগঠনের বিরোধের জেরে মঙ্গলবার আবারো তিনটি উপ সমিতি হাতছাড়া হলো তৃণমূলের।

বিরোধের জেরে তৃণমূলের বেশকিছু পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি ও আরএসপিকে ভোট দেয়। উপ সমিতি গঠনের জন্য ভোটাভুটির সময় তৃণমূল কংগ্রেসের ১২টি ভোট পেয়ে বিজেপি ও আরএসপি সমর্থিত প্রার্থীরা প্রধান তিনটি উপসমিতি কবজা করে নিল।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যুব শিবিরের অনুগত সদস্যরা বিজেপি ও আরএসপিকে ভোট দিয়ে দলকে বিপাকে ফেলেছে। বিরোধীদের হাতে উপ সমিতি চলে যাওয়ার অর্থ স্থায়ী সমিতিতে কোনও কাজ করতে গেলে শাসকদল তৃণমূল কংগ্রেসেকে সমস্যায় পড়তে হবে। কারণ, উপসমিতির নির্বাচিতরা স্বাভাবিকভাবেই অর্থ সমিতিতে দলে ভারী হয়ে গেলেন।

প্রসঙ্গত,মঙ্গলবার বাসন্তী, ভড়তগড় ও জ্যোতিষপুর এই তিনটি পঞ্চায়েতের নির্বাচন হয়। বাসন্তী বাদে বাকি দু’টিতে খুব সহজেই চুরমার কংগ্রেস উপ সমিতি গড়েছে। কিন্তু বাসন্তীতে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের সংখ্যা যোগ করলে উপসমিতিতে তৃণমূলের ভোটার সংখ্যা ২৪ জন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে, বিরোধী বিজেপির ৩ এবং আরএসপির একজন। এদিকে উপসমিতি নির্বাচনের সময় তৃণমূলের জেলা পরিষদের সদস্য অনুপস্থিত ছিলেন। সেই হিসেবে মোট ২৩ জন ভোটার ছিলেন। ভোটাভুটির পর দেখা যায়, ১টি উপসমিতি তৃণমূলের দখলে এসেছে। কিন্তু বাকি তিনটি উপসমিতিতে বিজেপি-আরএসপি প্রার্থীরা ১৬টি ভোট পেয়েছেন। অন্যদিকে, সেখানে তৃণমূল প্রার্থীরা পেয়েছেন ১১টি ভোট। দলের এক জেলা নেতা বলেন, ১২টি ভোট যুব শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!