এখন পড়ছেন
হোম > রাজ্য > গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাজ্য সভাপতির নির্দেশ সত্ত্বেও মিছিল হল না শাসকদলের, অস্বস্তিতে নেতৃত্ব

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাজ্য সভাপতির নির্দেশ সত্ত্বেও মিছিল হল না শাসকদলের, অস্বস্তিতে নেতৃত্ব

জেলা থেকে জেলাস্তরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বর্তমানে এমনই জায়গায় পৌঁছেছে যে নেতায় নেতায় গন্ডগোলের আশঙ্কায় কার্যত বন্ধ করে দিতে হচ্ছে কেন্দ্রের বিজেপি বিরোধী মিছিলও। ডেবরা ব্লকে শাসকদলের এহেন কার্যকলাপে চোখ কপালে উঠছে এখন রাজনৈতিক মহলেরও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের পর এখানকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গঠনকে ঘিরে তীব্র গোষ্ঠী কোন্দল শুরু হয় শাসক দলের অন্দরে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে, শেষ পর্যন্ত এই গোষ্ঠী কোন্দল থামাতে পঞ্চায়েত সমিতি বদলের সিদ্ধান্ত নিতে হয় দলকে।

আর এতে হস্তক্ষেপ করেন খোদ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। আর এরপরই পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকাল সারা রাজ্যের সাথে সেই ডেবরাতে বিজেপি বিরোধী মিছিলের জন্য প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত গন্ডগোলের আশঙ্কায় সেই রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশেই বন্ধ হয়ে গেল শাসক দলের মিছিল।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নেতৃত্বকে সেই মিছিল বন্ধ রাখার নির্দেশ দেন তৃণমূলের শীর্ষনেতৃত্ব। এমনকি দলেরই একাংশের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে, তাদেরকে বাদ দিয়েই বিরোধী গোষ্ঠীর লোকেরা মিছিল অনুষ্ঠিত করছে। আর এহেন একটা পরিস্থিতিতে তীব্র গন্ডগোলের আশঙ্কায় কোন রকম কঠিন পথ মাড়াতে চায়নি শাসক দল।

তাই শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো কেন্দ্রবিরোধী মিছিল। এদিন এ প্রসঙ্গে ডেবরা ব্লক তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অলক আচার্য বলেন, “রাজ্য সভাপতির নির্দেশেই মিছিল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবারই তা অঞ্চল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে ঠিক কবে এই মিছিল হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।”

অন্যদিকে শাসকদলের এই গোষ্ঠী কোন্দল রোধ করতে গত বুধবারই ডেবরার সমস্ত নেতাদের নিয়ে নিজের বাসভবনে একটি বৈঠক করেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। সামনে লোকসভা ভোট। এইভাবে দলীয় দ্বন্দ্ব চলতে থাকলে তো আদতে দলেরই ক্ষতি। কবে মিটবে এই অন্তর্দ্বন্দ্ব?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এ প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, “রাজ্য সভাপতির নির্দেশেই এদিন ব্লক নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছি। কারও কোন ক্ষোভ-বিক্ষোভ দেখা যায়নি।” সব মিলিয়ে শাসক বনাম শাসকের প্রবল দ্বন্দ্বে আটকে গেল ডেবরার বিজেপি বিরোধী মিছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!