এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > একুশে বিজেপির ঘুম ওড়াবে ‘মীরজাফররা’? এখন থেকেই সাবধান হতে কোন বিশেষ পদক্ষেপ গেরুয়া শিবিরের?

একুশে বিজেপির ঘুম ওড়াবে ‘মীরজাফররা’? এখন থেকেই সাবধান হতে কোন বিশেষ পদক্ষেপ গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: গত লোকসভা নির্বাচনে অনেক আসনে তৃণমূলকে পরাজিত হতে হয়েছিল দলের একটি গোষ্ঠীর জন্য। বিভিন্ন জায়গায় তৃণমূলের অনেক নেতা প্রার্থী না হওয়ার কারণে সেই নেতার গোষ্ঠীরা অন্তর্ঘাত করে দলীয় প্রার্থীকে হারিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে “ঘরশত্রু বিভীষণ” তৃণমূলের বরাবর নির্বাচনের ভীতির কারণ। কিন্তু এবার বিজেপিও সেই ভয়ে ভীত হতে শুরু করেছে। যার কারণে এখন থেকেই ঘরশত্রু বিভীষণদের চিহ্নিত করে সংগঠনকে সাজানোর কাজ করতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

সূত্রের খবর, ইতিমধ্যেই দলের শৃঙ্খলা অটুট রাখতে এবং মীরজাফরদের চিহ্নিত করতে বিজেপিতে গঠন করা হয়েছে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি। যার মাথায় রাখা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।কিন্তু কি কাজ হবে এই শৃঙ্খলা রক্ষা কমিটির? জানা গেছে, দলের ভেতরে থেকে কারা দলের খবর বাইরে পাচার করছে, তা জানাই প্রধান লক্ষ্য এই কমিটির।

কেননা বিজেপির অন্দরে এখন গোষ্ঠী কোন্দল বাড়তে শুরু করেছে। সেদিক থেকে যদি কোনো নেতা বিদ্রোহী হয়ে ওঠেন এবং তিনি যদি দলের খবর বাইরে পাচার করতে শুরু করেন, তাহলে তা শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক অস্ত্র হবে। তাই এই রকম কোনো ঘটনা যাতে না ঘটে, তার জন্য এখন থেকেই শৃংখলার ওপর জোর দিয়ে কমিটি গঠন করে মীরজাফরদের থেকে দলকে বাঁচাতে চাইছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বিজেপির মত সাংগঠনিক শৃঙ্খলা পরায়ন দলকে কেন এখন এই সমস্ত কথা ভাবতে হচ্ছে? তবে কি ধীরে ধীরে বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে? একাংশ বলছেন, দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের দ্বন্দ্ব থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা সময় নানা খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি। আর এখানেই বিজেপির একশ্রেণীর নেতাদের আশঙ্কা, কেউ বা কারা দলের ভেতরে থেকে সেই খবর সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দিচ্ছেন। তাই তাদেরকে চিহ্নিত করাই এখন প্রধান লক্ষ্য ভারতীয় জনতা পার্টির কাছে। এখন বিজেপি এই শৃঙ্খলা রক্ষা কমিটির মধ্যে দিয়ে নিজেদের দলের শৃঙ্খলা এবং বাইরে যাওয়া খবর চাপা দিতে কতটা সদর্থক পদক্ষেপ নিতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!