এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল মানুষের মনে রয়েছে, মানুষ তৃণমূল দলটা করে ভালোবেসে অন্তর থেকে: মুখ্যমন্ত্রী

তৃণমূল মানুষের মনে রয়েছে, মানুষ তৃণমূল দলটা করে ভালোবেসে অন্তর থেকে: মুখ্যমন্ত্রী

আজ হাওড়ার ডুমুরজলায় ছাত্র-যুব সম্মেলন থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মহানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তীব্র ভাষায় আক্রমন করেন বিজেপিকে, অন্যদিকে এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেসকে হারানো অসম্ভব সে কথাও দ্বর্থ্যহীন ভাষায় জানিয়ে দেন। আজকের সভা থেকে তিনি বলেন –

১. বিজেপি-র একার পক্ষে তো নয়ই, বিরোধী তিন দল এক হলেও তৃণমূলকে হারনো যাবে না
২. তার কারণ তৃণমূল মানুষের মনে রয়েছে
৩. মানুষ তৃণমূল দলটা করে ভালোবেসে, অন্তর থেকে
৪. মানুষই বুকে করে বাংলায় আগলে রাখবে তৃণমূল কংগ্রসকে
৫. যতই কুত্‍সা করুক, কিস্যু হবে না
৬. অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে দলটা তৈরি করেছি আমি
৭. ভবিষ্যতে তৃণমূলকে মানুষের দলে পরিণত করে যাব আমি
৮. যে দল শুধু মানুষের জন্যই কাজ করবে
৯. মানুষের প্রতি অবহেলা আমি কোনোমতেই বরদাস্ত করব না
১০. আমার কাছে সবার আগে মানুষ, তাঁদের জন্যই সেবায় নিয়োজিত থাকবে তৃণমূল
১১. এটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ, এই লক্ষ্যেই দল অবিচল থাকবে
১২. ২০১৯-এর লোকসভা নির্বাচনেই গোহারা হারবে বিজেপি
১৩. শুধু হারবে নয়, এমনই হারবে যে দুরবীন দিয়েও ওদের দেখা যাবে না
১৪. টাকা ছড়িয়ে বিজেপি ভোট জিততে চায়
১৫. কিন্তু টাকা দিয়ে বাংলা জয় করা যায় না
১৬. বাংলায় কোনও ভোটেই টাকা ছড়িয়ে জিততে পারবে না বিজেপি
১৭. টাকা দিলে মানুষ তা নেবে, কিন্তু ভোট দেবে না
১৮. কেউ যদি কোনও পরিষেবা থেকে বঞ্চিত হন, আমাকে বলবেন
১৯. আমায় খবর দেবেন
২০. আমি তার সুরাহা করব

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!