এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে ক্রমাগত জটিল আকার ধারণ করছে তৃণমূল ও বিজেপির অম্পর্ক

রাজ্যে ক্রমাগত জটিল আকার ধারণ করছে তৃণমূল ও বিজেপির অম্পর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে জমে উঠেছে বাংলা জেতার লড়াই। আর এই লড়াইতে মুখ্য প্রতিপক্ষ হিসেবে সামনাসামনি লড়াই করছে তৃণমূল এবং বিজেপি। তবে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল এই লড়াইতে নিজেদের মতন করে লড়াইতে ভাগ নিচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব এই লড়াইকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। ক্রমাগত তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে করে চলেছে বিভিন্ন অভিযোগ। সেরকমই এবার বীরভূমের সাঁইথিয়া বিধানসভায় বিজেপি প্রার্থী অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে।

তিনি দাবি করেছেন, মিথ্যা মামলায় তাঁদের দলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং এক্ষেত্রে সাঁইথিয়ার বিজেপি প্রার্থীর দাবি, পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। শাসকদলের নির্দেশে পুলিশ বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করছে এবং তাঁদেরকে গ্রেপ্তার করছে। আর এই অভিযোগে শুক্রবার সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহার নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকেরা পারুই থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখালেন এদিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পারুই থানার সামনে সাঁইথিয়ার বিধানসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহা এবং বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিজেপির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করা হয়েছে। বারংবার বিজেপি কর্মীদের এভাবে ফাঁসানোর বিরুদ্ধে পুলিশকে অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা। এ প্রসঙ্গে তাঁরা দাবি করেছেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার কথা পুলিশ-প্রশাসনের। সেক্ষেত্রে পুলিশ যাতে কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে কাজ করে সেদিকে নজর রাখা উচিত।

তবে পারুই থানা ঘেরাও করে যেভাবে বিজেপি প্রার্থী এবং কর্মী-সমর্থকরাও অবস্থান-বিক্ষোভ করলেন তা যথেষ্ট চাঞ্চল্যকর বলে মনে করা হচ্ছে। তবে গেরুয়া শিবিরের অভিযোগ সংক্রান্ত কোনো মন্তব্য করেনি পারুই থানার পুলিশ। আপাতত পরিস্থিতি আয়ত্তে আছে বলেই জানা গেছে। সাঁইথিয়ায় ভোট হতে চলেছে আগামী 29 শে এপ্রিল অর্থাৎ অষ্টম দফায়। কিন্তু তার আগেই যেভাবে বিজেপির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তোলা হলো, তা নিয়ে এবার নির্বাচন কমিশন কোন বড় পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেদিকে লক্ষ্য থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!