এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসন্ন লোকসভা নির্বাচনে কি হতে পারে বামেদের সাম্ভাব্য প্রার্থী তালিকা? দেখে নিন একনজরে

আসন্ন লোকসভা নির্বাচনে কি হতে পারে বামেদের সাম্ভাব্য প্রার্থী তালিকা? দেখে নিন একনজরে


আসন্ন লোকসভা নির্বাচনে যখন বাংলায় একদিকে রাজ্যের শাসকদল হুঙ্কার ছাড়ছে রাজ্যে ৪২ এ ৪২ করবে – অন্যদিকে, তখন গেরুয়া শিবিরের দাবি বাংলা থেকে এবার অন্তত ২২-২৩ টি আসন নিয়ে যাবে তারা। এরই মাঝে অপর দুই যুযুধান প্রতিপক্ষ বামফ্রন্ট ও কংগ্রেস আপাতত আটকে জোটের জটে। কে কোন আসন পাবে বা আদৌ বাংলায় বামফ্রন্ট-কংগ্রেস জোট হবে কিনা সেই জল্পনার মাঝেই এবার নতুন করে জল্পনা ছড়ালো বামফ্রন্টের প্রার্থী তালিকা নিয়ে।

এই নিয়ে আলিমুদ্দিন স্ট্রিট থেকে সরকারিভাবে কিছু জানা না গেলেও, বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে, তাতে বিভিন্ন আসনে একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। তবে, তার মাঝেই কিছু কিছু আসন নিয়ে প্রায় চূড়ান্ত হয়ে গেছে নাম – তবে এখনই প্রার্থী তালিকা নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা হবে না। জোটের ব্যাপারে কি সিদ্ধান্ত হয় তা দেখেই প্রার্থী তালিকা সামনে আনা হবে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে আমরা বামফ্রন্টের যে সাম্ভাব্য প্রার্থী তালিকা পেয়েছি তা হল (এই তালিকা সম্পূর্ণরূপে প্রিয় বন্ধু মিডিয়ায় নিজস্ব মতামত, কোনোমতেই বামফ্রন্টের তরফে সরকারি কোন ঘোষণা নয় বা কোন মতেই কোন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রচার নয়) –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. কুচবিহার – নৃপেন্দ্রনাথ রায়
২. আলিপুরদুয়ার – মনোহর তিরকে
৩. জলপাইগুড়ি – মহেন্দ্রকুমার রায়
৪. দার্জিলিং – জানা যায় নি
৫. রায়গঞ্জ – মহম্মদ সেলিম
৬. বালুরঘাট – জানা যায় নি
৭. মালদা-উত্তর – জানা যায় নি

৮. মালদা-দক্ষিণ – জানা যায় নি
৯. জঙ্গিপুর – জানা যায় নি
১০. বহরমপুর – জানা যায় নি
৪. মুর্শিদাবাদ – বদরুদ্দোজা খান
১২. কৃষ্ণনগর – জ্যোতির্ময়ী শিকদার
১৩. রানাঘাট – অর্চনা বিশ্বাস
১৪. বনগাঁ – অলকেশ দাস

১৫. ব্যারাকপুর – গার্গী চট্টোপাধ্যায়
১৬. দমদম – পলাশ দাস
১৭. বারাসত – জানা যায় নি
১৮. বসিরহাট – কপিলকৃষ্ণ ঠাকুর
১৯. জয়নগর – সুভাষ নস্কর
২০. মথুরাপুর – রিঙ্কু নস্কর
২১. ডায়মন্ড-হারবার – আবু হাসনাত

২২. যাদবপুর – বিকাশরঞ্জন ভট্টাচার্য
২৩. কলকাতা-দক্ষিণ – জানা যায় নি
২৪. কলকাতা-উত্তর – জানা যায় নি
২৫. হাওড়া – শ্রীদীপ ভট্টাচার্য
২৬. উলুবেড়িয়া – সাবিরুদ্দিন মোল্লা
২৭. শ্রীরামপুর – সুদর্শন রায়চৌধুরি
২৮. হুগলি – গৌতম সরকার

২৯. আরামবাগ – জানা যায় নি
৩০. তমলুক – জানা যায় নি
৩১. কাঁথি – তাপস সিনহা
৩২. ঘাটাল – বিপ্লব ভট্ট
৩৩. ঝাড়গ্রাম – দেবলীনা হেমব্রম
৩৪. মেদিনীপুর – সন্তোষ রানা
৩৫. পুরুলিয়া – জানা যায় নি

৩৬. বাঁকুড়া – অমিয় পাত্র
৩৭. বিষ্ণুপুর – সুস্মিতা বাউরি
৩৮. বর্ধমান-পূর্ব – জানা যায় নি
৩৯. বর্ধমান-দুর্গাপুর – জানা যায় নি
৪০. আসানসোল – বংশগোপাল চৌধুরী
৪১. বীরভূম – দীপক চট্টোপাধ্যায়
৪২. বোলপুর – রামচন্দ্র ডোম

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!