এখন পড়ছেন
হোম > রাজ্য > কমিশনের রিপোর্ট সত্ত্বেও আদালতে স্বস্তি রাজ্য সরকারের, তবে রিপোর্ট যাচাইয়ে তৎপরতা নবান্নের

কমিশনের রিপোর্ট সত্ত্বেও আদালতে স্বস্তি রাজ্য সরকারের, তবে রিপোর্ট যাচাইয়ে তৎপরতা নবান্নের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে ব্যাপক চাপের মুখে রাজ্য সরকার। কার্যত বিগত দিনে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছে রাজ্যের তৃণমূল সরকারকে। এই অবস্থায় গতকাল হাইকোর্টে শুনানি ছিল। তবে এবার শুনানিতে কিছুটা অস্বস্তির হাত থেকে মুক্তি পেয়েছে রাজ্য সরকার। কার্যত জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ ছিল, যাদবপুরে তাঁরা যখন ভোট পরবর্তী হিংসার তদন্ত চালাতে যায়, তখন তাঁদের আক্রান্ত হতে হয়েছে। সেই অনুযায়ী যাদবপুরের আইপিএস রশিদ মুনির খানকে শোকজ করেছিল হাইকোর্ট।

তবে এবার সেই শোকজের যে উত্তর দিয়েছে যাদবপুরের আইপিএস, তাতে যথেষ্ট সন্তুষ্ট আদালত এমনটাই জানা যাচ্ছে। আর সেক্ষেত্রে আদালত এবার যাদবপুরের ঘটনা সংক্রান্ত যাবতীয় মামলার নিষ্পত্তি করতে বিষয়টি ক্লোজ চ্যাপ্টার বলে উল্লেখ করল। তবে কমিশনের রিপোর্টে যতগুলি ধর্ষণের ঘটনার অভিযোগ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কার্যত এই রিপোর্ট হাতে পাওয়ার পর আদালতের কাছে পরবর্তী রিপোর্ট পেশ করবে রাজ্য বলে জানা গিয়েছে। তবে হাইকোর্টের প্রধান বিচারপতি পাল্টা জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনো তথ্য জনসম্মুখে আনা যাবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে নবান্নের পক্ষ থেকে কমিশনের অভিযোগ নিয়ে এবার তৎপরতা দেখা গেল। কার্যত জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। কার্যত প্রতিটি থানা ভিত্তিক রিপোর্ট যাতে নবান্নে পাঠানো হয় সেরকম নির্দেশ এসেছে। প্রসঙ্গত, জাতীয় মানবাধিকার কমিশন ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে যথেষ্ট সমালোচনা করেছে।

কমিশনের রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলেও উল্লেখ করেছে রাজ্য সরকার। তবে এই চাপানউতোরের মধ্যেই নবান্ন এবার কমিশনের রিপোর্টে উল্লেখিত ঘটনাগুলি যাচাই করতে উঠে পড়ে লেগেছে। আগামী 26 শে জুলাই রাজ্যের হলফনামা পেশ করার কথা। সেক্ষেত্রে রাজ্য সরকার নতুন কোন তথ্য প্রকাশ করে কিনা সেটাই দেখার। একই সাথে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায় রাজ্য সরকারের অস্বস্তি বাড়ায় না কমায় সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!