এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর হাত ধরে কলকাতার স্বপ্নের প্রকল্পের পথ চলা শুরু কালীপুজোর আগের দিন

মুখ্যমন্ত্রীর হাত ধরে কলকাতার স্বপ্নের প্রকল্পের পথ চলা শুরু কালীপুজোর আগের দিন

অবশেষে রাজ্যবাসীর দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর; দীপাবলীর আগের দিন অর্থাৎ 5 ই নভেম্বর দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার অত্যাধুনিক রাস্তা স্কাইওয়াক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যা ঘিরে রীতিমতো সাজো সাজো রব দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। কিন্তু এই প্রকল্প বাস্তবায়িত হলে তার ঠিক কি রকম সুবিধা পাবেন রাজ্যবাসী?

একাংশের মতে; এ প্রকল্পটি চালু হয়ে গেলে দর্শনার্থীদের মন্দিরে যেতে আর কোন বাধাই থাকবে না। স্কাইওয়াকের ওপর দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারবেন ভক্ত এবং দর্শনার্থীরা। জানা গেছে; এই যাতায়াতের জন্য একাধিক সিঁড়ি এসকেলেটর এবং লিফটের ব্যবস্থাও করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য; এই স্কাইওয়াক প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আসা দর্শনার্থীরা স্টেশন থেকে রানী রাসমণি রোড ধরেই এখানে আসতেন। কিন্তু একই রাস্তা দিয়ে যানবাহন এবং মানুষজনের যাতায়াত থাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো। আর এই প্রবল সমস্যার হাত থেকে জনসাধারনকে মুক্তি দিতেই রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয় স্কাইওয়াক প্রকল্পের কাজ।

জানা যায়; প্রথমদিকে এই প্রকল্পের কাজ নিয়ে দোকানদারদের বাঁধা থাকায় কিছুটা সমস্যার মুখে পড়েছিল রাজ্য সরকার। কিন্তু পরবর্তীতে সেই জটিলতা কেটে গেলে দ্রুত গতিতে শুরু হয় কাজ। আর গত মাসেই এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পাশাপাশি ওজন মাপার পরীক্ষাও শেষ হয়। আর এরপরই মুখ্যমন্ত্রীকে জানানো হয় এই প্রকল্পটির কাজ শেষ হওয়ার ব্যাপারে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই আগামী 5 নভেম্বর এই দক্ষিণেশ্বর মন্দিরের যাওয়ার অত্যাধুনিক রাস্তা স্কাইওয়াক প্রকল্পের উদ্বোধন করতে চলেছে রাজ্য সরকার। এদিন এ প্রসঙ্গে দক্ষিণেশ্বর মন্দির অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী বলেন; “স্কাইওয়াক মন্দিরে যাওয়ার অত্যাধুনিক পথ এটা জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের এই প্রকল্প চালু হলে আগামী 50 বছর এখানে যানবাহন চলাচলের আর কোন সমস্যাই থাকবে না।” কিন্তু এই স্কাইওয়াক প্রকল্পের সামনের যে আইল্যান্ড সেই আইল্যান্ডে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি রানী রাসমণির মূর্তি বসবে তা নিয়ে সন্দিহান অনেকেই। এ প্রসঙ্গে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন; “এখনও পর্যন্ত জায়গাটি ফাঁকা রয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!