এখন পড়ছেন
হোম > রাজ্য > সিআইডি তল্লাশি হলো ভারতী ঘোষের বাড়িতে গ্রেফতার ঘনিষ্ঠ এক অফিসার

সিআইডি তল্লাশি হলো ভারতী ঘোষের বাড়িতে গ্রেফতার ঘনিষ্ঠ এক অফিসার


তাঁকে হুমকি এবং পাল্টা ফাঁসানোর অভিযোগ করেছিলেন ভারতীদেবী। সেই ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই সিআইডি তল্লাশি শুরু করলো ভারতী ঘোষের নাকতলার বাড়িতে। শুধু ভারতীদেবীই নন তাঁর ঘনিষ্ঠ বেলদা থানার ওসি সহ ছয় পুলিশ কর্মীর বাড়িতেও লাগাতার তল্লাশি শুরু করল সিআইডি। জানা গেছে বেলদা থানার ওসি প্রদীপ রথকে গ্রেপ্তার করা হয়েছে ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে হিসাববহির্ভূত কয়েকলাখ টাকা ও ১৫ কেজি সোনা।উদ্ধার হওয়া সবকিছু সিজ় করা হয়েছে।অভিযোগ উঠেছে যে , ভারতী ঘোষ যখন এস পি ছিলেন তখন ঘাটাল, দাসপুর এলাকায় সরকারিভাবে রেড করে লক্ষাধিক টাকা ও বেশ কয়েক কেজি সোনা উদ্ধার করেছিল এবং উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী সরকারের কাছে জমা না দিয়ে তা ভাগাভাগি করে নিয়েছিলেন তৎকালীন এসপি ভারতী ঘোষ ও কয়েকজন পুলিশকর্মী।সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সিআইডি। যে ছয়জনের বাড়িতে তল্লাশি শুরু হয়েছে তারা হলেন রাজশেখর পাইন, প্রদীপ রথ, হীরক বিশ্বাস, চিত্ত পাল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!