বামফ্রন্টের ‘শেষ সম্বল’ ছিনিয়ে নিয়ে বড়সড় ক্ষমতার পরিবর্তন ঘটালো তৃণমূল বিশেষ খবর রাজ্য February 2, 2018 পূর্ব বর্ধমান জেলার মোট পাঁচটি পুরসভার মধ্যে একমাত্র দাঁইহাট পুরসভাই ছিল বামফ্রন্ট তথা সিপিএমের দখলে। ১৪ আসন বিশিষ্ট এই পুরসভায় গত ২০১৫ এর পুরনির্বাচনে সিপিএম পায় ৯ টি আসন, অন্যদিকে তৃণমূল কংগ্রেস পায় ৪ টি আসন বিজেপির দখলে থাকে ১ টি আসন। কিন্তু আজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের জোয়ারে’ শামিল হতে রাজ্যের ক্রীড়া ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে সিপিএমের চার কাউন্সিলার দলবদল করেন। ফলে তৃণমূল কংগ্রেসের হাতে এল দাঁইহাট পুরসভা। পূর্ব বর্ধমান জেলায় ‘সবেধন নীলমনি’ পুরাসভাতি হারাতে হল বামফ্রন্টকে। নতুনদের হাত ঘাসফুলের পতাকা তুলে দিয়ে তাঁদের দলে বরণ করে নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, রাজ্যে উন্নয়নের জোয়ার চলছে, সেই উন্নয়নে সামিল হতেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এই চার কাউন্সিলার। যদিও এই নিয়ে এখনো বামফ্রন্টের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। আপনার মতামত জানান -