পাঁচ গোল খেয়ে বিধ্বস্ত বিজেপির এবার বিদায়ঘণ্টা বেজে গেল: অভিষেক ব্যানার্জী বিশেষ খবর রাজ্য February 2, 2018 আজ হাওড়ার ডুমুরজলায় ছাত্র-যুব সম্মেলন থেকে রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি ও মুকুল রায়কে নিশানা করে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন – ১. পাঁচ গোল খেয়ে বিধ্বস্ত বিজেপির এবার বিদায়ঘণ্টা বেজে গেল ২. এ রাজ্যে দুই গোল খেয়েছে, আর রাজস্থানে তিন গোল ৩. আর প্রার্থীই খুঁজে পাবে না বিজেপি ৪. মানুষ বিরোধীদের সঙ্গে নেই ৫. আর মানুষ যদি বিরোধীদের সঙ্গে না থাকে, তাঁদের ভোট না দেয়, তবে তার দায় কি তৃণমূলের? ৬. বিরোধীরা এখন এজেন্টও খুঁজে পাচ্ছে না ৭. তা, তোমরা যদি এজেন্ট না খুঁজে না পাও, আমরা কী করতে পারি? ৮. আমাদের লোক তো আর তোমাদের এজেন্ট হয়ে বসতে পারে না! ৯. মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে ১০. আর বিরোধীরা শুধু কুত্সা ও অপপ্রচার করে বেড়াচ্ছে ১১. বিরোধীরা যত বিরোধিতা করবে, ততই ওরা মুখ থুবড়ে পড়বে ১২. তৃণমূল যাদের বর্জন করেছে, বিজেপি তাঁদেরই গ্রহণ করছে ১৩. তিনি আবার আমাদের প্রাক্তন বিধায়কের নামই তাঁদের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন ১৪. আসলে নিজেরা তো প্রার্থী খুঁজে পাচ্ছে না, সেই কারণেই আমাদের দলের লোক ধরে টানাটানি ১৫. আর মঞ্জুদেবী সব ফাঁস করে দিতেই মুখোশ খুলে গিয়েছে, মুখ পুড়েছে বিজেপির, এই তো ওঁদের হাল! আপনার মতামত জানান -