এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাবুল বক্তব্য রাখতেই “জয় শ্রীরাম” ধ্বনি, হট্টগোল বিধানসভায়!

বাবুল বক্তব্য রাখতেই “জয় শ্রীরাম” ধ্বনি, হট্টগোল বিধানসভায়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এক সময় তিনি বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কিন্তু পরবর্তীতে সেই বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন। তারপর বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। আর বিধায়ক হিসেবে বিধানসভায় পা রাখার পর বৃহস্পতিবার প্রথম বক্তব্য রাখেন বাবুল সুপ্রিয়। কিন্তু বক্তব্য রাখতে ওঠার সাথে সাথেই বিরোধী বেঞ্চের পক্ষ থেকে তাকে উদ্দেশ্য করে দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান। যাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম রাজ্য বিধানসভা।

সূত্রের খবর, এদিন রাজ্য বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হয়। আর সেখানেই কৃষি বিল নিয়ে নিজের প্রথম বক্তব্য রাখেন বাবুল সুপ্রিয়। তবে তিনি বক্তব্য রাখার প্রথমেই বিজেপি বিধায়কদের তরফে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। যদিও বা পরবর্তীতে বিরোধীদের কিছুটা হলেও কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “বিরোধিতা করা ভালো। কিন্তু সেই বিরোধিতা রাস্তার বাইরে চলে গেলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়।” স্বভাবতই রাজ্য বিধানসভার বিধায়ক হিসেবে প্রথম বক্তব্য রাখার দিনেই হট্টগোলের শিকার হলেন বাবুল সুপ্রিয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!