এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবংয়ের হাত ধরে এবার সূর্য্যকান্ত মিশ্রকে বিধানসভায় পাঠানোর ভাবনা শুরু

সবংয়ের হাত ধরে এবার সূর্য্যকান্ত মিশ্রকে বিধানসভায় পাঠানোর ভাবনা শুরু

সবংয়ে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে সব রাজনৈতিক দলেরই। কোনো দলই এখনো তাঁদের প্রার্থী নাম ঘোষণা না করলেও গতকাল থেকেই সামনে আসতে শুরু করেছে একাধিক নাম। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, সবংয়েও বামফ্রন্ট ও কংগ্রেস জোটে ইচ্ছুক এবং সেক্ষেত্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হতে পারেন সব্যসাচী চক্রবর্তী। একান্তই সব্যসাচী বাবু প্রার্থী হতে ইচ্ছুক না হলে প্রার্থী হতে পারেন কংগ্রেসের সোমেন মিত্র।
কিন্তু কাল রাত্রের দিকে আরেকটি সম্ভাবনাও উঁকি দিতে সুর করেছে। সূত্রের খবর, সবংয়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্রের। তাঁর ক্ষেত্রে দুটি ফ্যাক্টর তাঁকে এগিয়ে রাখছে, এক – তিনি সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ত্ব এবং তিনি জিততে পারলে বিধানসভায় বিরোধীদের ওজন আরো বাড়তে বাধ্য। দুই – তাঁর বিধানসভা পাশের আসন নারায়ণগড়, সুতরাং এই নির্বাচনে তিনি তাঁর সংগঠনকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন। এমনিতেই মানস ভূঁইয়া অনুগামীদের নিয়ে কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ায় কংগ্রেসের সংগঠনের অবস্থা খারাপ, তার উপরে অরাজনৈতিক ব্যক্তিত্ত্ব হলে তাঁর নিজস্ব সাংগঠনিক শক্তি হিসাবে সেক্ষত্রে কোনো সাহায্য পাওয়া যাবে না। তাই আপাতত সব্যসাচী চক্রবর্তীকে পিছনে ঠেলে সূর্য্যকান্ত মিশ্রকেই জোট প্রার্থী হিসাবে এগিয়ে রাখছেন রাজনৈতিক মহল। সূত্রের খবর সূর্য্যকান্ত বাবু প্রার্থী হলে আপত্তি নেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!