বিমল গুরুঙ্গ নিয়ে হাতে এলো নতুন তথ্য, উৎসাহিত রাজ্য বিশেষ খবর রাজ্য November 25, 2017 মাস দু’য়েক আগে দার্জিলিংয়ে বিমল গুরুঙ্গকে ধরার অভিযানে,টাকভর এলাকায় গুলিতে মৃত্যু হয় অফিসার অমিতাভ মল্লিকের। এই হত্যায় জড়িত সন্দেহে আলিপুরদুয়ার জেলার তিন যুবককে গ্রেফতার করা হয়। এই তদন্তে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলেকার মহেন্দ্র কামীর নাম জানা যায়। তা ছাড়া বক্সা পাহাড়ের দাড়াগাঁওয়ের বাসিন্দে দেওয়াজ লেপচা ও নিউল্যান্ডস চা বাগানের শ্যাম কামী সহ ওই তিন জন জিএলপির সদস্যকে গ্রেফতার করে সিআইডি। জেলা পুলিশের এক পদস্থ অফিসার জানান, বিমল গুরুঙ্গের সঙ্গে এখন প্রায় জনা দশ বারো সশস্ত্র জিএলপি সদস্য রয়েছেন। তা ছাড়াও উত্তপূর্ব ভারত ও নেপালের বেশ কয়েক জনও রয়েছেন। রাজ্য গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার প্রায় কুড়ি জন জিএলপি কোথায় আছেন, তা এখনও জানা যায়নি। কেবল এক যুবক দার্জিলিংয়ে এখনও সক্রিয় জিএলপি সদস্য হিসবে কাজ করছেন বলে খবর। আর বিমল গুরুঙ্গের সঙ্গে এই জিএলপি যোগ সামনে আসতেই নতুন করে তাঁর বিরুদ্ধে মামলা সাজিয়ে আদালতে অভিযানের অনুমতি আনতে ঝাঁপাতে চাইছে রাজ্য। আপনার মতামত জানান -