এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অপসারিত হতে চলেছেন অধীর চৌধুরী, কে নেবেন তাঁর দায়িত্ব? জল্পনা তুঙ্গে রাজনীতি মহলে

অপসারিত হতে চলেছেন অধীর চৌধুরী, কে নেবেন তাঁর দায়িত্ব? জল্পনা তুঙ্গে রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ও লোকসভায় কংগ্রেস দলনেতার পদ থেকে অধীর চৌধুরীকে অপসারণ করা হতে পারে, এমন একটা জল্পনা শুরু হয়েছিল। তবে জানা যাচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতির পদে তিনি বহাল থাকবেন। কিন্তু লোকসভায় কংগ্রেস দল নেতার পদ থেকে অপসারণের প্রবল সম্ভাবনা রয়েছে তাঁর। বাদল অধিবেশনের মধ্যেই অপসারিত হতে পারেন তিনি। লোকসভার পরিষদীয় দলনেতার পদ থেকে তাঁর অপসারণের পর, কে এই দায়িত্ব নেবেন? তা নিয়ে চলছে জোর জল্পনা।

কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামীকাল অধীর চৌধুরীর সঙ্গে এক বৈঠকে যোগদান করতে চলেছেন সোনিয়া গান্ধী। এই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্ভাবনা রয়েছে। তবে, রাজনৈতিক মহলের দাবি, ব্যক্তিগত ব্যর্থতার কারণে অধীর চৌধুরীর অপসারণ নয়। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে এই পদক্ষেপ নিতে চলেছে কংগ্রেস। অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী মুখ বলে পরিচিত রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তাঁকে এই পদ থেকে সরিয়ে দিয়ে আগামী লোকসভা নির্বাচনের কয়েক বছর আগেই তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস। আবার, অনেকে মনে করছেন, কংগ্রেসে এখন থেকে এক ব্যক্তি এক পদ নীতি গ্রহণ করা হতে পারে। এ কারণে যেহেতু প্রদেশ কংগ্রেস সভাপতির পদে রয়েছেন অধীর চৌধুরী, তাই লোকসভার পরিষদীয় দলনেতার পদ থেকে অপসারিত করা হতে পারে তাঁকে।

আবার, গত বছর দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে দলের হাইকমান্ডকে চিঠি দিয়েছিলেন বেশকিছু শীর্ষ কংগ্রেস নেতা। এই নেতাদের মধ্যে থেকে কাউকে লোকসভায় পরিষদীয় দলনেতা করতে পারে কংগ্রেস। এমন একটা সম্ভাবনা রয়েছে। সে দিক থেকে শশী থারুর অথবা মণীশ তিওয়ারির সম্ভাবনা বেশি রয়েছে। আবার কংগ্রেস নেতা গৌরব গগোই, রভনীত সিং বিট্টু, উত্তম কুমার রেড্ডিরও এই পদে আসার সম্ভাবনা রয়েছে। আবার কংগ্রেস সূত্রে জানা গেছে, এই দায়িত্বে আসছেন না রাহুল গান্ধী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!