এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোমর বেঁধেই নেমেছে ইডি, ঘুম উড়লো পিসি-ভাইপোর! আভাস শুভেন্দুর!

কোমর বেঁধেই নেমেছে ইডি, ঘুম উড়লো পিসি-ভাইপোর! আভাস শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যারা প্রশ্ন করছেন যে, কি করছে কেন্দ্রীয় সংস্থা! যারা বলছেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিকমতো পদক্ষেপ নিতে পারছে না। তারা কিন্তু এখনই হাল ছেড়ে দিলে হবে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বলা হলো ইডি যে কায়দায় কাজ করছে, তাতে তারা দুর্নীতির রহস্য ভেদ করতে এবং চোরেদের জেলে ঢোকাতে কার্যত মূল লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। কেন এই কথা বলা হচ্ছে? এই কথা বলা হচ্ছে তার যথেষ্ট কারণ রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বা বিজেপি বিরোধী দলগুলোর পক্ষ থেকে মাঝেমধ্যেই বলা হয় যে, নীরব মোদী, মেহুল চোসকিরা দেশ থেকে পালিয়ে গেল। কিন্তু কিছুই করতে পারলেন না দেশের প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবটা অন্য। এক্ষেত্রেও ইডি যে কাজ করে দেখিয়েছে, তা কিন্তু একবারের জন্যও স্বীকার করে না বিরোধীরা। কারণ তারা স্বীকার করতে ভয় পায়। কারণ তারা নিজেরাও জানে যে, যে সমস্ত জায়গায় বিরোধী দলগুলো ক্ষমতায় রয়েছে, তারা কতটা দূর্নীতি করেছে। তাই দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, ইডি তাদের অভিযান চালালেই এরা বলতে শুরু করে যে, বিজেপি নাকি রাজনৈতিক প্রতিহিংসার মত কাজ করছে। অর্থাৎ ভয় থেকেই যে বিরোধী দলগুলো এই কথা বলে, তা স্পষ্ট।

আর এদিন সেই নীরব মোদী, মেহুল চোসকির সম্পত্তি কি করে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আগামী দিনে এর প্রভাব কতটা পড়বে বঙ্গ রাজনীতিতে, তার আভাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্যের পর সাধারণ মানুষের কাছেও একটা বিশ্বাস ইডি সম্পর্কে আবার ফিরে আসতে শুরু করেছে। শুভেন্দুবাবুর এদিনের মন্তব্যের পর অনেকেই বলছেন, সত্যিই তো তাই। ইডি তো চুপচাপ বসে নেই। তারা তো কাজের কাজটা করেছে। কিন্তু কি এমন বললেন রাজ্যের বিরোধী দলনেতা! যার ফলে তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে যারা প্রশ্ন করছিলেন, যারা বলছিলেন, সেটিং হয়ে গেছে, তাদের মনে আবার বিশ্বাস ফিরতে শুরু করলো বা বিশ্বাস ফিরতে শুরু করবে?

প্রসঙ্গত, এদিন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মাঝেমধ্যেই যে নীরব মোদী এবং মেহুল চোসকিদের দেশ থেকে পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরও একটা ভয়ংকর ইঙ্গিত দিয়েছেন এই পশ্চিমবঙ্গ সম্পর্কে। এদিন এই রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, ইডি ছিল বলেই এই মেহুল চোসকি, নীরব মোদীরা যারা পালিয়ে গিয়েছিলেন ভারতবর্ষের টাকা চুরি করে, তাদের 83 শতাংশ টাকা উদ্ধার করার সম্ভব হয়েছে। আর এই কাজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জন্য। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে ভাইপো থেকে শুরু করে আরও অনেক বড় বড় সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ কেন্দ্রীয় সংস্থা শুরু করে দিয়েছে।অর্থাৎ শুধু চোরেদের ধরা কিন্তু নয়, চোরেদের শাস্তি দেওয়াই কিন্তু ইডির একমাত্র টার্গেট নয়। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে, চোরেরা যেমন শাস্তি পাবে, ঠিক তেমনই তারা যে মানুষের টাকা লুট করেছে, সেই টাকা উদ্ধার করে মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে।

স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আগামী দিনে বঙ্গ রাজনীতিতে যে একটা বড় কিছুর আভাস দিতে চলেছে, সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে।বিজেপির দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঠিকভাবেই তদন্ত করছে। আদালতের নির্দেশই হচ্ছে এই তদন্ত। তাই একটু ভরসা রাখতে হবে। দেরি হচ্ছে তথ্য সংগ্রহের জন্য। ইডি সেই তথ্য সংগ্রহের কাজ করে। এবার ধীরে ধীরে অ্যাকশনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই অনেক হেভিওয়েটের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, আগামী দিনে আরও অনেক কিছু হবে। পিসি ভাইপোর রাতের ঘুম উড়ে যাবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, ইডি আর যাই হোক, রাজ্য পুলিশের মত তদন্ত করে না। তারা যে তদন্ত করে, সেটা নিরপেক্ষভাবে করে। আর সেই কারণেই নীরব মোদী, মেহুল চোসকিদের নিয়ে যতই বিরোধীরা প্রশ্ন করুক না কেন, তাদের টাকা কি করে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হয়, সেটা কিন্তু কেন্দ্রীয় সংস্থা করে দেখিয়েছে। তাই পশ্চিমবঙ্গেও যারা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে হতাশ হচ্ছেন, তাদের কাছে কিন্তু চলে এলো বড়সড় ইঙ্গিত। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর অন্তত বাংলার মানুষের আর একটু ধৈর্য সহকারে অপেক্ষা করা উচিত ইডির পরবর্তী পদক্ষেপের জন্য। ইতিমধ্যেই তারা অ্যাকশনের কাজ শুরু করে দিয়েছে। সেই কারণেই ভাইপো সহ অনেকের অনেক সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে। আগামী দিনে আরও অনেক কিছু হবে। তাই সেটিং, আন্ডারস্ট্যান্ডিংয়ের গল্প নেই। এখন তদন্তের জন্যই লাগছে সময়। তাই সেই তদন্তে আগামী দিন পিসি, ভাইপো সহ গোটা তোলামূল কোম্পানির ভবিষ্যৎ অন্ধকারের গর্ভে চলে যাবে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!