এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূলের সেলিব্রিটি সাংসদ, এই ইস্যুতে চাপে বিজেপি!

কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূলের সেলিব্রিটি সাংসদ, এই ইস্যুতে চাপে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  তৃণমূলের পক্ষ থেকে এর আগেও একাধিকবার দেশীয় সম্পত্তি বিলগ্নীকরণ করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। বারবার এই বিষয়কে সংসদের ভেতরে তোলার পাশাপাশি বাইরে তুলে প্রতিবাদ আন্দোলনে নেমেছিল বিরোধীরা। আর এবার লোকসভায় সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থিত হয়ে রাষ্ট্রায়ত্ত সম্পত্তির বিলগ্নীকরণ নিয়ে সরব হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহান। যাকে কেন্দ্র করে ব্যাপক চাপে পড়ে গিয়েছে বিজেপি। সূত্রের খবর, আজ লোকসভায় অধিবেশনে অংশগ্রহণ করেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। আর সেখানেই বিলগ্নীকরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, “আমরা সবাই জানি রাষ্ট্রায়ত্ত শিল্প গড়ে তোলা হয়েছিল আর্থিক উন্নতির জন্য একটি বিপ্লবের শৃংখলকে পরিচালনা করার লক্ষ্যে। এই পরিকল্পনার শুরুর কয়েক বছরে প্রধান শিল্পগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য রাষ্ট্রায়ত্ত শিল্পকে কাজে লাগিয়েছিল সরকার। কিন্তু এখন সরকার মহারত্ন, নবরত্নের মত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর শেয়ার বিলগ্নীকরণের মধ্য দিয়ে রাজস্ব সংগ্রহ করতে চাইছে। আমার প্রশ্ন, লাভজনক সংস্থাগুলোকে কেন বিক্রি করে দেওয়া হচ্ছে? সরকার যদি বিলগ্নীকরণের পথেই হাঁটতে চায়, তাহলে অলাভজনক সংস্থাগুলোকে বিক্রি করে দিতে পারে। আমি আর আমার দল লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বিলগ্নীকরণের বিরোধী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তিনি সংসদে এসে বিষয়টি জানান।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এর আগেও এই বিষয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে। আর এবার সংসদের শীতকালীন অধিবেশনে অংশ নিয়ে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি করলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!