রাজ্য-রাজনীতিতে চমক! বিজেপিতে যোগ দিতে চেয়ে দিলীপ ঘোষকে চিঠি ভারতী ঘোষের বিশেষ খবর রাজ্য December 31, 2017 বড় চমক রাজ্য-রাজনীতিতে। বিতর্কিত পুলিশ অফিসার ভারতী ঘোষ এবার বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে চিঠির মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে আবেদন করলেন বলে কলকাতার এক নামি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হল। ওই সংবাদমাধ্যমের ওয়েব পোর্টালে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, ভারতীদেবী রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি আলাদাভাবে মুকুল রায়কেও চিঠি দিয়ে বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষকে হঠাৎ করেই অত্যন্ত কম গুরুত্ত্বপূর্ন ব্যারাকপুরের তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয়। অসমর্থিত সূত্রে খবর, বিগত সবং উপনির্বাচনে তিনি বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির ভোট বাড়াতে সাহায্য করেছিলেন বলে দলীয় স্তরে অভিযোগ আনেন শাসকদলের স্থানীয় নেতারা। আর তারপরেই তাৎপর্যপূর্ণভাবে তাঁকে বদলি করা হয়। কিন্তু ভারতীদেবী নতুন দায়িত্ত্বভার না নিয়ে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থের কাছে, সঙ্গে চেয়ে নেন তিন মাসের ছুটি। কিন্তু নবান্ন সূত্রে খবর – দুটির কোনোটিই মঞ্জুর হয় নি, তাতেও কাজে যোগ দেননি তিনি। তারপর থেকেই রহস্য বাড়ছিল, আর এবার দিলীপ ঘোষ ও মুকুল রায়ের কাছে বিজেপিতে যোগদানের আবেদন পৌঁছতেই নতুন মোড় নিল তাঁর ইস্তফা কান্ড বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -