এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচন: কে হতে চলেছেন কংগ্রেস প্রার্থী?

নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচন: কে হতে চলেছেন কংগ্রেস প্রার্থী?

নোয়াপাড়াতে প্রবীণ কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুতে হতে চলেছে উপনির্বাচন, অথচ এই উপনির্বাচনে সবথেকে বেশি ব্যাকফুটে কংগ্রেসই। ২০১৬ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে হেভিওয়েট তৃণমূল বিধায়ক মঞ্জুদেবীকে হারিয়ে দেন মধুসূদনবাবু। কিন্তু এবারে কংগ্রেসের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে, যা নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয় কংগ্রেস নেতৃত্ত্ব। সূত্রের খবর, জোটের বার্তা দিতে কংগ্রেস নেতৃত্ব সিপিএমের জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিল, কিন্তু তাতে কোনও রফাসূত্র বের হয়নি।
কংগ্রেসের জেলা সভাপতি তাপস মজুমদার জানান, গতবার এই আসনে আমরা জয়ী হয়েছিলাম, তাই সিপিএমকে আমরা এই আসনটি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। আবার ওরাও আমাদের কাছে এই আসনটি চেয়েছিল, কিন্তু জেতা আসন আমরা ছাড়তে রাজি নই, সেকথা তাদের জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সিপিএম প্রার্থী ঘোষণার আগে একবার আমাদের জানাতে পারত, এভাবে প্রার্থীর নাম ঘোষণা করে ওরা ঠিক করেনি। এরপর প্রার্থী প্রসঙ্গে তিনি জানান, গারুলিয়া পুরসভার কাউন্সিলার গৌতম বসু সহ তিনজনের নাম জমা পড়েছে, তারমধ্যে রাজ্যস্তরের একজন ফুটবলারও রয়েছেন। সূত্রের খবর আজই রাজ্য সদর দফতর থেকে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতে পারে এবং সেক্ষেত্রে গৌতম বসুর নামে সিলমোহর পড়ার সম্ভাবনা সবথেকে বেশি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!