মুখ্যমন্ত্রীর লেখা কবিতা এবার বাংলার প্রতিটি কোনায় ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ বিশেষ খবর রাজ্য December 31, 2017 যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এই আপ্ত বাক্যটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেন অক্ষরে অক্ষরে সত্যি। একদিকে যেমন কড়া হাতে প্রশাসন সামলাচ্ছেন, দল পরিচালনা করছেন, তেমনই তার ফাঁকে সামান্য সময় খুঁজে পেলেই তা নিয়োজিত করছেন কৃষ্টি চর্চায়। কখনো হাতে তুলে নিচ্ছেন তুলি তো কখনো কলম। আর তাঁর এই শিল্পী-সাহিত্যিক সত্বাকে কুর্নিশ জানিয়ে শীঘ্রই তাঁর হাতে ‘ডি-লিট’ উপাধি তুলে দিতে চলেছে ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু তার থেকেও বোধহয় বড় সম্মান এবার বাংলার মুখ্যমন্ত্রী পেতে চলেছেন তাঁর অনুগামী বুদ্ধিজীবীদের কাছ থেকে। কলকাতার এক প্রথম শ্রেণীর দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, শিক্ষিকা উর্মিলা ঘোষ, কবি কবিকান্ত মণ্ডল, প্রিয়জিৎ ভৌমিক, শৈলেন প্রামাণিকের মতো গ্রাম বাংলার মাঠে ময়দানে ঘুরে বেড়ানো কবিরা এবার মুখ্যমন্ত্রীর হৃদয়ের ভাষা দিয়ে প্রস্ফুটিত হওয়া কবিতা বাংলার প্রতিটি কোনায় ছড়িয়ে দেওয়ার অভিনব উদ্যোগ নিয়েছেন। ওই সংবাদপত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর লেখা কবিতা এবার জায়গা করে নিতে চলেছে গ্রামবাংলার মাঠে ময়দানে, আমজনতার কণ্ঠেই এবার উচ্চারিত হবে তাঁর লেখা অসামান্য কবিতাগুলি। বাচিক শিল্পী থেকে খুদে শিক্ষার্থী প্রত্যেকেই গ্রামীণ মেলাগুলিতে এবার থেকে এই কবিতা পাঠের আসরে যোগ দিতে পারবেন বলে জানা যাচ্ছে। আগামীদিনে মেলার মঞ্চেই চলবে কবিতা পাঠের এই আসর, যা দুই মলাটের মাঝে লিপিবদ্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা আরো বেশি অনুরণিত হবে বাঙালির হৃদয়ে-মননে বলে আশা উদ্যোক্তাদের। আপনার মতামত জানান -