এখন পড়ছেন
হোম > রাজ্য > আসছে বিধানসভা! করোনা পরিস্থিতিতে বয়সের নিরিখে করা হবে বড়সড় “বিভাজন”? জেনে নিন বিস্তারিতভাবে

আসছে বিধানসভা! করোনা পরিস্থিতিতে বয়সের নিরিখে করা হবে বড়সড় “বিভাজন”? জেনে নিন বিস্তারিতভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাস কিভাবে পথ চলতে হবে, তা শিখিয়ে দিয়েছে। এতদিন কোলাকুলি জীবনের অন্যতম অঙ্গ হলেও, এখন নমস্কার করেই সৌজন্য বিনিময় সারতে হচ্ছে সকলকে। তাও সেই নমস্কার বিনিময় সামাজিক দূরত্ব বজায় রেখে। ঘেঁষাঘেঁষি করে বসা বা দাঁড়ানো এখন প্রায় দেখা যায় না বললেই চলে। কারন করোনা ভাইরাসের দাপট। হাতে আর মাত্র কিছু মাস বাকি। তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে।

করোনা পরিস্থিতিতে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, তাতে স্তব্ধ হয়ে রয়েছে বেশ কিছু ক্ষেত্র। আর এমত পরিস্থিতিতে আগামী 9 তারিখ থেকে বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হতে চলেছে। তবে এই অধিবেশনের ক্ষেত্রে করোনা ভাইরাসকে মাথায় রেখে নেওয়া হচ্ছে এক অভিনব সিদ্ধান্ত। জানা গেছে, অধিবেশনের সময় বয়স্ক বিধায়কদের মূল সদনে বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কম বয়সী, অসুস্থ বিধায়কদের দোতলায় দর্শক গ্যালারিতে পাঠানোর কথা ভাবা হচ্ছে।

শুধু তাই নয়, করোনা ভাইরাসে যাতে কেউ সংক্রমিত হয়ে না পারেন, তার জন্য অধিবেশনের সময় বিধায়কদের রাপিড টেস্ট করানোর ব্যাপারেও চিন্তাভাবনা করেছে বিধানসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে বিধায়কদের বসার ব্যবস্থা নিয়ে বিধানসভার সদন পরিদর্শন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, নির্মল ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। প্রথা অনুযায়ী বিধানসভার অধিবেশন শুরুর দিন শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতুবি হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার তা হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেননা করোনা পরিস্থিতি সহ পরিযায়ী শ্রমিক, ভয়াবহ দুর্যোগ, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার মত বিভিন্ন ইস্যু রয়েছে। তাই সেই সমস্ত ইস্যুর পরিপ্রেক্ষিতে আলোচনা হলেও হতে পারে। ইতিমধ্যেই শাসক থেকে বিরোধী সকলেই যাতে করোনা পরবর্তী পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার জন্য আবেদন করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

তবে বাম এবং কংগ্রেসের মতো বিরোধী দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে তারা বিভিন্ন বিষয়ে অধিবেশনে আলোচনা করবে এবং তার জন্য মূলত বিরোধীদের তরফে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব জমা করা হবে। তবে করোনা পরিস্থিতির কারণে যদি 9 তারিখ অধিবেশন কক্ষ খোলা হয় এবং অধিবেশন শুরু হয়, তাহলে তা সংক্ষিপ্ত আকারেই শেষ হয়ে যায়, নাকি আলোচনা চলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!