ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ কিসের ইঙ্গিত দিচ্ছে ?করোনাগ্রাফ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ! জাতীয় রাজ্য শরীর-স্বাস্থ্য April 25, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – সবে মাত্র শিথিল হয়েছিল করোনা বিধিনিষেধ ,করোনাকে বিদায় জানিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল দেশবাসী অনেকে ভেবেছিলেন হয়তো এবার শেষের পথে অভিশপ্ত করোনা । মাক্সকে বিদায় জানিয়ে স্বাবাবিক ভাবেই চলাফেরা করতে দেখা গিয়েছিলো অনেককেই । তবে তার কিছুদিন ঘুরতে না ঘুরতেই মানুষের মনে সংশয় জাগিয়ে আবারো ঊর্ধ্বমুখী হতে চলেছে করোনা পরিসংখ্যান । আবারও নতুন করে ঊর্ধ্বমুখী হওয়াতেই মানুষের মধ্য নতুন করে সংশয় তৈরি হয়েছে , তবে কি এবার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে ? আবারো কি সমস্ত কর্মজীবনকে ছেড়েছুড়ে আটকে পড়ে থাকতে হবে লকডাউনের মধ্যে ? কেননা যেভাবে গোটা দেশের করোনা গ্রাফের ঊর্ধ্বমুখী পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে দেশে আক্রান্ত হয়েছেন ১৫ হাজারেও বেশি । গত ২৪ ঘন্টায় একদিনে ৮০০ বেশি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে কার্যত করোনা সংক্রমণ কে নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল । যদিও এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা উর্দ্ধমুখী হলেও গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনের মতো সেইসঙ্গে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৯ শতাংশ । দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । সূত্রের খবর মাধ্যমে জানা যায় যে আগামী বুধবার এ বিষয়ে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী । তবে দেখার বিষয় বৈঠকে থকে কি কি বিষয় উঠে আসে সেদিকে নজর সকলের । আপনার মতামত জানান -