এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের শুরু হচ্ছে শিক্ষক নিয়োগ, রাজ্যের উদ্যোগে আশার আলো!

ফের শুরু হচ্ছে শিক্ষক নিয়োগ, রাজ্যের উদ্যোগে আশার আলো!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক শুরু হয়েছে। দুর্নীতিকে কেন্দ্র করে বারবার আদালতে হোঁচট খাচ্ছে রাজ্য। আর এই পরিস্থিতিতে ফের শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। বর্তমানে বেশ কিছু স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে। আর সেই কারণেই এই ব্যাপারে দেরি করতে চাইছে না রাজ্যের শিক্ষা দপ্তর।

সূত্রের খবর, বর্তমানে বদলির নিয়মে বেশকিছু সরলীকরণ হয়ে যাওয়ায় গ্রামের স্কুল থেকে শিক্ষকরা শহরের স্কুলে চলে আসছেন। যার ফলে গ্রামের স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার পরিমাণ কমতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে যদি শিক্ষক নিয়োগ করা না যায়, তাহলে সংকট দেখা দেবে। তাই খুব দ্রুত স্কুল সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে শিক্ষক নিয়োগের রাস্তায় হাঁটতে চাইছে রাজ্য সরকার।

বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করে বেকার সমস্যার সমাধান করার পাশাপাশি তারা যে শিক্ষক নিয়োগ করতে চায়, সেই বিষয়টিতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। এমনিতেই শিক্ষক নিয়োগ এবং এসএসসির ভূমিকা নিয়ে যথেষ্ট চাপে রাজ্য সরকার। তাই আবারও শিক্ষক নিয়োগের ঘন্টা বাজিয়ে শিক্ষার উপরে জোর এবং কর্মসংস্থানের গতি বাড়ানোর বার্তা দিতে চাইছে নবান্ন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!