এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেউলিয়া বাংলা, প্রমাণ করলেন স্বয়ং মমতা! তীব্র কটাক্ষ বিজেপির!

দেউলিয়া বাংলা, প্রমাণ করলেন স্বয়ং মমতা! তীব্র কটাক্ষ বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মঙ্গলবার থেকে রাজ্যে দু দিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে। হচ্ছে শিল্প আনার জন্য সম্মেলন, অথচ সেখানে বিভিন্ন রাজনৈতিক কথা এবং ব্যক্তিগত আলাপচারিতার কথাই বলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সামান্য কিছু শিল্পের কথা শোনা গেল তার মুখ থেকে। কোথায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কত শিল্প এতদিন ধরে এই শিল্প সম্মেলন থেকে এসেছে, সেই তথ্য দেবেন। কিন্তু তা না করে বক্তব্যের শেষে একদম একশো দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন। আর এখানেই রাজ্যের বিরোধী দল বিজেপি বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তাদের দাবি, কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন করতে পারছেন মুখ্যমন্ত্রী। অথচ কেন্দ্রের কাছে এতদিন ধরে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, তার হিসাব তুলে দিতে পারছেন না! আর দ্বিতীয় কথা, তিনি এই একশো দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে এই রাজ্য সরকার যে দেউলিয়া এবং তাদের অর্থনৈতিক ভান্ডার যে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, তার প্রমাণ নিজেই দিয়ে দিলেন বলেও দাবি করছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একেবারে মুখ্যমন্ত্রীকে চাপের মুখে ফেলে দেন। শমীকবাবু বলেন, “এই রাজ্য সরকার অর্থনৈতিকভাবে কতটা ভেঙ্গে পড়েছে, তা শিল্প সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর একশো দিনের কাজের টাকার প্রসঙ্গ তোলার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে।” অনেকে বলছেন, সত্যিই তো তাই! একজন মুখ্যমন্ত্রী কেন এত বড় মঞ্চে এই ধরনের কথা বলবেন? তাকে কি রাজনৈতিক কথা বলতেই হবে! সে না হয় তিনি কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে তার ইচ্ছে হয়েছে, তাই তিনি বলেছেন। কিন্তু এতে তো বড় বড় শিল্পপতিরা বুঝে গেল যে, এই রাজ্যের সরকার কতটা দেউলিয়া হয়ে গেছে! সামান্য একশো দিনের কাজের টাকার জন্য। নিজে হিসাব দিতে পারেনি, নিজে দুর্নীতির জন্য আজকে টাকা চাইতে পারছেন না। তাই প্রকাশ্য মঞ্চে সবার সামনে কেন্দ্র বিরোধী কথা বলে মুখ্যমন্ত্রী ভেবেছিলেন, তিনি সকলের মন জয় করে নেবেন। কিন্তু যারা একটু বোঝেন, তারা ধরতে পেরেছেন মুখ্যমন্ত্রীর এই চালাকিটা। তারা বুঝে গিয়েছেন, এই রাজ্যের অর্থনৈতিক ভান্ডার একেবারে ধ্বংসের মুখে। তাই সামান্য একশো দিনের কাজের টাকার ক্ষেত্রেও কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে দেউলিয়া সরকারকে বলেই কটাক্ষ একাংশের।

বিজেপির দাবি, কেন্দ্র অবশ্যই রাজ্যকে টাকা দিতে তৈরি। কিন্তু রাজ্যকে যে টাকা এতদিন ধরে দেওয়া হয়েছে, তার হিসাব কেন দিচ্ছে না? বারবার তো কেন্দ্র এই যুক্তি দিয়েছে। কিন্তু তারপরেও নির্লজ্জ রাজ্য সরকার এবং তাদের মুখ্যমন্ত্রী বড় বড় শিল্পপতিদের সামনে এমন একটা ভাব দেখানোর চেষ্টা করলেন, যেন কেন্দ্র তাদের সঙ্গে প্রতিহিংসার আচরণ করছে। আসলে এই রাজ্যের মেরুদন্ডটাই ভেঙে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি টাকা নষ্ট করে তিনি এই শিল্প সম্মেলন এবং উৎসব করছেন। কিন্তু মানুষের চাহিদা মেটানোর মত চেষ্টা তার নেই। তাই শিল্প সম্মেলনের মঞ্চে শিল্প নিয়ে কথা না বলে মুখ্যমন্ত্রীর এই ধরনের ছোটখাটো মন্তব্য দেখে শিল্পপতিরাও এই রাজ্য থেকে মুখ ফিরিয়ে নেবেন বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, যে বাংলা এক সময় গোটা দেশকে পথ দেখাত, আজকে সেই বাংলার কি দৈন দশা? বাংলার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের কথা না বলে কত খেলো খেলো কথা বলছেন একটি বড় মঞ্চ থেকে। আর নামিদামি দেশ-বিদেশের শিল্পপতিরা সেটা শুনছেন। তারাও বুঝতে পারছেন যে, এই রাজ্যে শিল্পের সম্ভাবনা যেমন নেই, ঠিক তেমনই এই সরকারের কাছে সহযোগিতা আশা করাই বৃথা। কারণ যে সরকার একশো দিনের টাকা নিয়ে শিল্প সম্মেলনের মঞ্চে কান্নাকাটি করে, তারা শিল্পপতিদের শিল্প করার জন্য টাকা দিয়ে সহযোগিতা করবে, এটা ভাবারও বাইরে। তাই বক্তব্য রেখে নিজের প্রচার করতে গিয়ে রাজ্য যে দেউলিয়া, সেটাই প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!