এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আবার ভারতের সীমানায় ঢুকে দাদাগিরি দেখাতে গিয়ে ভারতীয় সেনার দাপটে লেজ গুটিয়ে পালালো লালফৌজ!

আবার ভারতের সীমানায় ঢুকে দাদাগিরি দেখাতে গিয়ে ভারতীয় সেনার দাপটে লেজ গুটিয়ে পালালো লালফৌজ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চাণক্যের কথা বলতে গিয়ে মনে পড়ে রাজাদের জীবনে যোগক্ষেমের কথা। যেখানে অলব্ধের লাভ করাটাই লক্ষ হয়ে ওঠে। তবে বর্তমানে যে যার নিজের মতো থাকা আর অপরকে শান্তিপূর্ণভাবে থাকতে দেওয়াই নীতি। তবে সেই নীতি পালনে বারবারই ব্যর্থ হচ্ছে চীন। আবারও সেই কথাই প্রমাণ করে দিল চীনের নতুন প্রচেষ্টা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ হয়। সেখানে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন বলে খবর পাওয়া যায়। এরপর চিনের তরফ থেকে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানানো হয়নি। আর তারপর থেকেই লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চিনের মধ্যে সেনা ও প্রশাসনিক স্তরে অনেকবার আলোচনা চলছে। দুপক্ষই নিজেদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা বজায় রাখতে রাজি হয়ে সম্মতি জানিয়েছিল। এর প্রতিবাদে সারা দেশে সেই সময় মোদি সরকার চিনা অ্যাপের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক ডাকে। ব্যান হয়ে যায় প্রচুর চিনা অ্যাপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর ৩১ তারিখ পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে চীনা সৈন্য। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে দেওয়া হয়। বিপরীতপন্থীদের ঢুকতে বাধা দিলে ভারতীয় সেনাদের সঙ্গে একপ্রস্থ সংঘর্ষও হয় বলে জানা গেছে। এর আগে ২৯শে আগস্ট ও ৩০শে আগস্ট রাতে ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বলেও সেনার তরফে আগে জানানো হয়েছিল। তবে সেই চেষ্টাকে আপাতত রোখা গেছে বলে মনে হলেও সেদিন আরও একটি ঘটনার কথা জানা যায়।

বিদেশ মন্ত্রালয়ের মুখপাতত্রের কথা অনুযায়ী ৩১শে আগস্ট যখন দুই দেশে মধ্যে সেনা স্তরের আলোচনা করে উত্তেজনা কমানোর চেষ্টা করা হচ্ছিল, তখন সেদিন রাতেই আবার চীনের সেনা দুঃসাহসিকতা দেখানোর চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনার তৎপরতাতে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ায় আবারও চীনের সেনার প্রয়াস ব্যর্থ হয়ে যায়। চীনের সেনার বারবার এই আক্রমনাত্বক মনোভাব দুই দেশের সম্পর্ককে দিনের পর দিন খারাপ করছে বলেই মনে করা হচ্ছে। তাই চীনকে নিজেদের সেনাকে সহবত শেখাতেই নির্দেশ দিয়েছেন বিদেশ মন্ত্রক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!