এখন পড়ছেন
হোম > জাতীয় > ১৫ মিনিটের ভাষণ দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়াতে পারবেন না: রাহুল গান্ধী

১৫ মিনিটের ভাষণ দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়াতে পারবেন না: রাহুল গান্ধী


গোটা দেশ জুড়ে চলছে নোটের অকাল। যেই এটিএমে যাওয়া হচ্ছে সব জায়গাতেই নোট নেই ফলে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ আর এইদিন ফের এই নিয়ে সর্ব হলেন রাহুল গান্ধী। মোদীজিকে নিয়ে মজার ছড়া লিখে টুইট করে এদিন ফের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

‘ক্যাশ ক্রাঞ্চ’ হ্যাসট্যাগ দিয়ে রাহুলের টুইট:

‘সমঝো অব নোটবন্দি কা ফরেব/আপকা প্যায়সা নীরব মোদি কি জেব।মোদীজি কি কেয়া ‘মালিয়া’ মায়া/নোটবন্দি কা আতঙ্ক দোবারা আয়া।দেশ কে এটিএম সব ফির খালি/ ব্যাঙ্কো কি কেয়া হালত কর ডালি!’
এর অর্থ এরকম দাঁড়ায়,’নোট বাতিলের জালিয়াতি বুঝুন,আপনার টাকা নীরব মোদির পকেটে।মোদীর মালিয়া মায়া,নোটবাতিলের সন্ত্রাস আবার ফিরে এসেছে।আবার এটিএম ফাঁকা,দেশের ব্যাঙ্কের এই হাল!’রাহুল গান্ধীর বক্তব্য বিজেপি নোটবাতিলের সন্ত্রাস আবার ফিরিয়ে এনেছে।১৮ মাস আগে নোট বাতিলের পর যেমন অবস্থা হয়েছিলো সেরকম অবস্থা আরো একবার হতে চলেছে।নিজের নির্বাচনী কেন্দ্র আমেথি সফরে গিয়ে নোটসমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উওরে তিনি জানান যে মোদীজি নাকি দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছেন।নীরব মোদী ৩০,০০০ কোটি টাকা নিয়ে চম্পট দেওয়া সত্ত্বেও মোদীজি নিরব থাকলেন।তিনি আরো হুংকার ছেড়ে বলেন যে এইসব নিয়ে যদি লোকসভায় ১৫ মিনিট ভাষণ উনি দেন তাহলে মোদীজি দাঁড়াতেই পারবেন না।তা সে রাফেল যুদ্ধবিমান চুক্তি হোক বা নীরব মোদি।রাহুল গান্ধী আরো জানান যে মোদীজির আচ্ছে দিন কেবল নীরব মোদী ও মেহুল চোকসির মতো ১৫ জনের এসেছে,গরীবের আসেনি।কৃষক,শ্রমিক,দিনমজুর ও গরীবের ভাগ্যে জুটেছে বুরে দিন।গরীবের পকেটে থেকে ৫০০ ও ১০০০ নিয়ে নীরবমোদীকে দিয়েছেন তিনি।নীরব মোদী এবং মেহুল চোকসি মোদীজির অত্যন্ত প্রিয়।তাঁদের তিনি ‘নীরব ভাই’ এবং ‘মেহুল ভাই’ বলে ডাকনে, এমনটাই দাবী কংগ্রেস সভাপতির।
অন্যদিকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এর বক্তব্য,’সাহেব’ যখন বিদেশ সফর উপভোগে মশগুল তখন দেশের মানুষ ব্যাঙ্ক,এটিএমে নগদের আশায় ঘুরে ঘুরে ধাক্কা খাচ্ছ!অন্যদিকে কংগ্রেসর অন্য বিশিষ্ট নেতা জয়বীর শেরগিল জানান, ‘নির্বাচনের মুখে কর্ণাটকে সমস্যা তৈরি করা হয়েছে।ব্যাঙ্ক জালিয়াতি র মাধ্যমে যে বিপুল টাকা বিজেপির কোষাগারে ঢুকেছে,সেই টাকা এটিএমে ফিরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হোক।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!