এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিল্প সম্মেলন নাকি ধর্মীয় আসর? মমতাকে চরম ফাঁদে ফেললো বিজেপি!

শিল্প সম্মেলন নাকি ধর্মীয় আসর? মমতাকে চরম ফাঁদে ফেললো বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মানুষের টাকা খরচ করে রাজ্যে হচ্ছে শিল্প সম্মেলন। দুদিনব্যাপী এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আর সেখানে নামিদামি অনেক কর্তা ব্যক্তিরা এসেছেন। কিন্তু প্রথম দিন বক্তব্য রাখতে গিয়ে শিল্পের কথা কম বলে নিজের রাজনৈতিক কথা এবং হিন্দু মুসলিম ঐক্যের বার্তা দিতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। একজন মুখ্যমন্ত্রী, যিনি শিল্প আনার জন্য চেষ্টা করছেন বলে দাবি করেন, তিনি এই ধরনের মঞ্চে কি করে এই অপ্রাসঙ্গিক বক্তব্য রাখলেন? যা এই মঞ্চের সঙ্গে একেবারেই বেমানান! এটা কি তার কাছ থেকে আশা করা যায়? স্বভাবতই একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে, শিল্প এই রাজ্যে আসবে না। আর সেটা বুঝেই নিজের প্রচার করার জন্যই এই ধরনের বছরে একটা দুটো সম্মেলন করার চেষ্টা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গোটা বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বক্তব্যকে হাতিয়ার করে তাকে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের বিরোধী দল বিজেপি।

প্রসঙ্গত, এদিন শিল্প সম্মেলন নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এটা শিল্প সম্মেলন নাকি ধর্মীয় সম্মেলন? মুখ্যমন্ত্রী সেখানে নিজের পারিবারিক পরিচয়ের কথা বলছেন, হিন্দু মুসলিম ঐক্যের বার্তা দিচ্ছেন। তার কাছ থেকে তো এসব মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায়, কত শিল্প এসেছে! কত কোটি টাকা বিনিয়োগ এসেছে! কিন্তু সেটা না বলে এই ধরনের বক্তব্য রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তেমনই শিল্প ছাড়া শিল্প সম্মেলন হয় না।” একাংশের মতে, মুখ্যমন্ত্রী তো বিভিন্ন মঞ্চে রাজনৈতিক বক্তব্য রাখেনই। কিন্তু রাজ্যের মানুষ তো তার এই শিল্প সম্মেলনের উদ্যোগ দেখে আশা করেছিল যে, তিনি গঠনমূলক কোনো বক্তব্য রাখবেন। কিন্তু সেরকম কিছু তার কাছ থেকে যে আশা করা বৃথা, সেটা আবার প্রমাণ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিজের কবিতা, নিজের গান, নিজের প্রচার করা ছাড়া তিনি শিল্প সম্মেলনটাকেও বাদ রাখলেন না।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালোমতো জানেন, তিনি আর শিল্প আনতে পারবেন না। তাই শিল্প-সম্মেলনের মঞ্চে তার মত অযোগ্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছু আশা করাই বৃথা। তিনি তো কোটি কোটি টাকা খরচ করে নিজের প্রচার করার চেষ্টা করছেন। সেই জন্যই তো এই ধরনের শিল্প সম্মেলন। এই রাজ্যের জমি নীতি ভুল। এই রাজ্যে টাটাদের তাড়িয়েছেন এই মুখ্যমন্ত্রী। তাই এবার তাকে বিদায় জানানোর জন্য তৈরি হতে হবে সাধারণ মানুষকে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক বক্তব্য ও সাম্প্রদায়িক বক্তব্য রাখা ছাড়া আর কোনো উপায় তো নেই। কারণ তিনি তো শিল্পের ব্যাপারে কিছুই বোঝেন না। বিরোধীদের বক্তব্য তেমনটাই। এত কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন করছেন। অথচ একবারের জন্যও তার বিবেকবোধ জাগ্রত হচ্ছে না যে, এই রাজ্যের মানুষের জন্য কিছু করতে হবে। আসলে ক্ষমতাভোগীদের কাছে নিজের স্বার্থ সবার আগে। নিজের প্রচার সবার আগে। আর সেটা করতে গিয়ে আরও একবার সকলের সামনে নিজেকে খেলো প্রমাণ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!