এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাহরুখকে ছুড়ে ফেললেন মমতা! সৌরভেই মজেছেন দিদি? বড় প্রশ্ন দিলীপের!

শাহরুখকে ছুড়ে ফেললেন মমতা! সৌরভেই মজেছেন দিদি? বড় প্রশ্ন দিলীপের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এক সময় শাহরুখ খানকে নিয়ে সে কি মাতামাতি শুরু করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে এমন একটা হামবড়া ভাব দেখাতে শুরু করেছিলেন মাননীয়া, যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। এমনকি বিজেপি যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত বাংলার ছেলেকে ত্রিপুরার অ্যাম্বাসেডর করে, তখন সেই বাংলার মহারাজাকেও যা ইচ্ছে তাই বলে আক্রমণ করতে দেখা গিয়েছিল তৃণমূলের একাংশকে। অনেক তৃণমূল নেতা আবার এটাও বলেছিলেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়েই এখন কাজ করবেন। কিন্তু এবার শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কেই বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সরিয়ে দিলেন তার এক সময়কার প্রিয় ভাই শাহরুখ খানকে। কিন্তু হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই পরিবর্তন? অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো স্বভাবটাই এরকম তিনি মানুষকে ব্যবহার করে পরবর্তীতে তাকে ছুঁড়ে ফেলে দেন। এক্ষেত্রেও তাই করলেন। তবে নানা মহলে যখন এই নিয়ে গুঞ্জন চলছে, ঠিক তখনই গোটা বিষয়ে বড় প্রশ্ন তুলে দিয়ে রাজ্যকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যান্ড অ্যাম্বাসেডর করা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিনতে এতদিন লাগলো মমতা বন্দ্যোপাধ্যায়ের? আসলে শাহরুখ খানকে সরিয়ে দিলেন কারণ, তিনি বুঝতে পেরেছেন যে, শাহরুখ খানের আর বাজারদর নেই। সেই কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।” অনেকে বলছেন, দিলীপ ঘোষের কথার মধ্যে যথেষ্ট সত্যতা লুকিয়ে রয়েছে। যে যাই বলুন না কেন, শাহরুখ খান বিশিষ্ট অভিনেতা হতে পারেন। কিন্তু এখন তার প্রচার সেভাবে হয় না বললেই চলে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সিমপ্যাথি পাওয়ার জন্য বাংলার দাদা হিসেবে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে ভাবলেন, তিনি মানুষের জয় মন জয় করে নেবেন। কিন্তু এই কাজটা বিজেপি অনেক আগেই করেছে। পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য সৌরভ বাবুকে অ্যাম্বাসেডরের দায়িত্ব দিয়ে অনেক আগেই মুখ্যমন্ত্রীর মুখে ঝামা ঘষে দিয়েছিলেন। কিন্তু তখন শুভবুদ্ধির উদয় হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই এখন তিনি শিল্প বাণিজ্য সম্মেলনের মঞ্চে এই উদ্যোগ নিলেও, তা বিলম্বিত বোধোদয় বলেই আখ্যা দিচ্ছে বিরোধীরা।

বিজেপির দাবি, নামেই শিল্প সম্মেলনের মঞ্চ। কিন্তু সেখানে নিজের প্রচার কি করে করা যায়, সেটাই করেছেন মুখ্যমন্ত্রী। তা না হলে যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কিছুদিন আগে পর্যন্ত কটাক্ষ করতে দেখা যেত রাজ্যের প্রশাসনিক প্রধানকে এবং তার দলের নেতাদের, তাকে হঠাৎ করে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিলেন, এর পেছনে যথেষ্ট সন্দেহ রয়েছে। আসলে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, লোকসভা ভোটে তিনি গোহারা হারবেন পশ্চিমবঙ্গ থেকে। তাই বাংলা তো বটেই, সর্বভারতীয় স্তরেও একটা ইমেজ তৈরি করার জন্য শাহরুখ খানকে ছুড়ে ফেলে দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাছে টানার চেষ্টা। তবে এইসব করে মানুষের মন পাওয়া যাবে না। মানুষ শিল্প চায়, মানুষ কর্মসংস্থান চায়। তাই কাকে ব্যান্ড অ্যাম্বাসেডর মুখ্যমন্ত্রী করলেন, আর কাকে ছুড়ে ফেললেন, তা নিয়ে মানুষ ভাবিত নয় বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!