এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের ফল খারাপ হতেই এবার হতেই এবার পুলিশ সুপারদের উপর কোপ পড়া শুরু হয়ে গেল

পঞ্চায়েতের ফল খারাপ হতেই এবার হতেই এবার পুলিশ সুপারদের উপর কোপ পড়া শুরু হয়ে গেল

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করানোয় প্রথম থেকেই শাসকদল তৃনমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সমস্ত বিরোধী দলগুলো।রাজ্য পুলিশের ওপর আস্থা রেখে ভোট করালেও বেশ কয়েকটি জেলায় খারাপ ফল করেছে তৃনমূল।যেখানে বিজেপি উঠে এসেছে প্রথম স্থানে।সূত্রে খবর,এবারে সেই সমস্ত জেলায় পুলিশ সুপারদের অপসারন প্রক্রিয়া শুরু করে দিল নবান্ন।জানা গেছে,নদীয়া,বীরভূম,আলিপুরদুয়ার আর উত্তর দিনাজপুরে পুলিশ সুপারদের ওপর নেমে আসতে চলেছে শাসকের সেই খাড়া।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নবান্ন সূত্রে খবর,গত সোমবার এনিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করে নবান্ন।সেখানে স্বরাষ্ট্রদপ্তরের স্পষ্ট নির্দেশ নদীয়ার এসপি পান্ডে সন্তোষকে বদলি করা হয়েছে কোলকাতা পুলিশের ডিসি(সাইবার ক্রাইম)পদে।ওনার জায়গায় নদীয়ার নতুন পুলিশ সুপার হয়েছেন রুপেশ কুমার।উত্তর দিনাজপুরের এসপি শ্যাম সিংহকে বদলি করে নিয়ে যাওয়া হয়েছে দশম সশস্ত্র বাহিনীর পদে।এখানকার নতুন এসপি হয়েছেন অনুপ জয়সওয়াল।

সূত্র মারফত আরও জানা গেছে যে,বীরভূমের এসপি সুধীর কুমার নীলকান্তমকে কোলকাতা পুলিশের ডিসি(ইষ্ট ডিভিশন) পদে বদলি করে সেখানে নিয়ে আসা হয়েছে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কুনাল অগ্রবাল কে।সেক্ষেত্রে পূর্ব বর্ধমানের এসপি করা হয়েছে ভাষ্কর মুখোপাধ্যায়কে।জানাগেছে,আলিপুরদুয়ারের এসপি করা হয়েছে সুনীলকুমার যাদবকে,এখানেও কোলকাতা এয়ারপোর্ট ডিভিশনের জোন টু র  ডিসি পদে বসানো হয়েছে আগের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথকে।

সূত্রে খবর,পুলিশের উচুতলায়ও কিছু রদবদল করা হবে।কিছু দিন আগেই জাভেদ শামিমকে উত্তরবঙ্গের আইজি ট্রাফিক পদে বসানো হলেও এবার ফের তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হল কোলকাতা পুলিশের এসিপি-2 পদে। সবমিলিয়ে পঞ্চায়েতে খারাপ ফলে শাসকের চাপে পুলিশ মহলের এহেন রদবদল নিয়ে বিস্তর প্রশ্ন তুলছেন বিরোধীরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!