এখন পড়ছেন
হোম > রাজ্য > রোহিঙ্গা ইস্যু নিয়ে সুর চড়িয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

রোহিঙ্গা ইস্যু নিয়ে সুর চড়িয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

রোহিঙ্গা ইস্যুতে ফের সুর ছাড়ালো বিজেপি।এদিন রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে প্রতিবাদ এবং পথনাটকের মাধ্যমে রাজ্যে রোহিঙ্গা বিরোধী কর্মসূচি শুরু করল বিজেপি৷ রোহিঙ্গারা জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত দাবি দিলীপ ঘোষের। বারুইপুরে থাকতে দিয়েছে রাজ্য সরকার।দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে রোহিঙ্গা শরণার্থীদের থাকতে দিয়েছে রাজ্য সরকার৷ আর সেই রোহিঙ্গারা পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসের কার্যকলাপ ছড়িয়ে দিতে পারে৷ আর তাই রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্টও পাঠিয়েছে বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন দিলীপবাবু বলেন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন পশ্চিমবঙ্গ দেশদ্রোহিতার গড়। সন্ত্রাসবাদের গড়। এই সরকার তার সংরক্ষক। পাশাপাশি তিনি ও দাবি করেন যে যারা রোহিঙ্গাদের এই রাজ্য নিয়ে আসছে তারা দেশদ্ৰোহিতার কাজ করছে। প্রসঙ্গত এ দেশে বেআইনি ভাবে বসবাসকারী ৪০,০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরৎ পাঠানোর পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় সরকার ৷ আর তাছাড়া কয়েক হাজার বিএসএফ জওয়ান ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে। এদিন এই নিয়ে দিলীপবাবু অভিযোগ করেন যে ঢাকা ও কক্সবাজার থেকে নৌকায় করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। তারপর ট্রাকে করে নিয়ে এসে তাদের দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় আস্তানা দেওয়া হচ্ছে। কিছু সংস্থা সমাজসেবী হিসেবে দেশদ্রোহী কাজ করছে বলেও দাবি করেন। তিনি সবশেষে বিস্ফোরকভাবে দাবি করেন যে,”রোহিঙ্গারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!