এখন পড়ছেন
হোম > রাজ্য > ঈদের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, মিলবে অ্যাড হক বোনাস!

ঈদের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, মিলবে অ্যাড হক বোনাস!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই ঈদ। সবেমাত্র নতুন সরকার শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ করোনা ভাইরাসকে মোকাবিলা করা। তবে তা সত্ত্বেও ঈদের আগে এবার সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসল রাজ্য সরকার। জানা গেছে, এবার রাজ্যের তরফ থেকে অ্যাডহক বোনাস এবং উৎসব অ্যাডভান্স দেওয়া হবে। ইতিমধ্যেই এই ব্যাপারে নবান্নের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আর ঈদের আগে রাজ্যের এই সিদ্ধান্তে এখন ব্যাপক খুশি মুসলিম কর্মচারীরা।

সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সর্বোচ্চ 12 হাজার টাকা পর্যন্ত অ্যাডহক বোনাস পাওয়া যাবে। এছাড়াও বেতন 36 হাজার টাকার কম হলে মিলবে সাড়ে চার হাজার টাকা। অন্যদিকে অমুসলিমদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা রয়েছে 27 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত। এছাড়াও 30 হাজার টাকার নীচে যাদের পেনশন, তারাই এককালীন আড়াই হাজার টাকা পাবে বলে খবর। শুধু তাই নয়, ডিএ সহ 36 থেকে 45 হাজার টাকার মধ্যে যাদের বেতন রয়েছে, তারা 12000 টাকা অগ্রিম বেতন নিতে পারবেন। যা পরিশোধের জন্য 10 মাস সময় পাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কেন্দ্রের তরফে কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য অনেক আগেই উৎসব অ্যাডভান্স দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আর এবার সেই একই পথে হাঁটতে দেখা গেল রাজ্য সরকারকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের এই ঘোষণায় মুসলিম কর্মচারীরা উচ্ছ্বাসে ফেটে পড়তে শুরু করেছেন। ঈদের আগে তাদের এই ধরনের সুযোগ আশায় রীতিমত খুশি সেই সমস্ত কর্মচারীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!