এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহর সন্ধান চেয়ে রাস্তায় রাস্তায় পড়লো পোস্টার, তৃণমূলের দিকেই অঙ্গুলি নির্দেশ বিজেপির

অমিত শাহর সন্ধান চেয়ে রাস্তায় রাস্তায় পড়লো পোস্টার, তৃণমূলের দিকেই অঙ্গুলি নির্দেশ বিজেপির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – কোন মানুষ নিরুদ্দেশ হয়ে গেলে তার ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দেওয়া হয় রাস্তায়। তবে ইদানিং নেতা-মন্ত্রীদের নামেও সন্ধান চাই পোস্টার মাঝে মাঝেই পাওয়া যায়। তবে, এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে সন্ধান চাই পোস্টার পাওয়া গেল হাবড়ার স্থানে স্থানে। হাবড়ার একাধিক রাস্তার মোড়ে মোড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে সন্ধান চাই পোস্টার পাওয়া গেল। এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলেই অভিযোগ করেছে বিজেপি।

হাবড়া শহরের একাধিক এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা সহ বিজেপির ৮ জন নেতার নামে সন্ধান চাই পোস্টার পাওয়া গেছে, যা থেকে শুরু হয়েছে বিতর্ক। সেইসঙ্গে পোস্টারে বেশকিছু কুরুচিকর মন্তব্য পর্যন্ত করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিপ্লব হালদার জানালেন যে, এই ঘটনাটি সম্পূর্ণভাবে তৃণমূলের চক্রান্ত। তবে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা পুর প্রশাসক নারায়ণ সাহা জানিয়েছেন যে, ভোটের আগে অমিত শাহ হাবড়াতে এসেছিলেন, হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা ১ লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন, কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে হাবড়ার মানুষ আর তাঁকে দেখতে পাচ্ছেন না। তাই তারা তাদের সন্ধান করছেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ভোটে হেরে যাবার পর থেকে বিজেপি নেতাদের আর দেখা পাওয়া যাচ্ছে না। এর জন্য সাধারণ মানুষ তাদের নামে এই ধরনের পোস্টার দিয়েছেন।

তবে, গত সোমবার রাজ্যের মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশকিছু তৃণমূল নেতার নামে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এই সমস্ত নেতা-মন্ত্রীদের এলাকায় দেখা যাচ্ছে না বলেও, সোশ্যাল মিডিয়াতে নানারকম কটাক্ষ করা হয়েছিল। এরপর এর পাল্টা হিসেবেই তৃণমূলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সহ আটজন বিজেপি নেতার নামে সন্ধান চাই পোস্টার দেয়া হয়েছে বলে, মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!