এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচন না হতেই তৃণমূলের বিজয় উৎসব শুরু, কটাক্ষ বিরোধীদের!

নির্বাচন না হতেই তৃণমূলের বিজয় উৎসব শুরু, কটাক্ষ বিরোধীদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ইতিমধ্যেই প্রতিটি রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রচার। এখনও পর্যন্ত প্রথম দফার নির্বাচন শুরু হয়নি। মোট 8 দফা নির্বাচন হবে রাজ্যে। কোন দল ক্ষমতা দখল করবে, তা আগামী 2 মে ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু প্রথম দফার নির্বাচন শুরু হওয়ার আগেই তৃণমূলের পক্ষ থেকে সবুজ আবির মেখে করা হল বিজয় উৎসব।

স্বাভাবিক ভাবেই নির্বাচনের ফল প্রকাশ না হতেই তৃণমূলের এই উচ্ছ্বাস এবং জয়লাভের আনন্দকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। কেন তৃণমূলের পক্ষ থেকে এই বিজয় উৎসব করা হচ্ছে! তা নিয়ে যেমন শাসক দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যুক্তি, ঠিক তেমনই বিরোধীদের পক্ষ থেকে করা হচ্ছে কটাক্ষ।

সূত্রের খবর, এদিন হলদিয়া সিটি সেন্টার থেকে পৌরসভার কাছে কদমতলা পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। যেখানে সবুজ আবির মেখে বিজয় উৎসবে মেতে ওঠেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। স্বাভাবিকভাবেই আশেপাশের মানুষজন এই ঘটনা দেখে প্রশ্ন তুলতে শুরু করেন। এখনও পর্যন্ত যেখানে নির্বাচন শুরু হয়নি, সেখানে তার আগেই তৃণমূলের পক্ষ থেকে এই সবুজ আবির মেখে আনন্দ-উল্লাস কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এই মিছিলের অন্যতম আয়োজক তৃণমূলের শেখ রুহুল বলেন, ‘সম্পূর্ণ আত্মবিশ্বাস থেকেই এই আয়োজন। সবকটি আসনেই তৃনমূল জয়লাভ করবে, এটা নিশ্চিত। আর এটা ধরে নিয়েই আজকের এই বিজয় উৎসব।” যদিও বা বিরোধীদের পক্ষ থেকেই গোটা ঘটনাকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে সিপিআইএম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, “শুনেছি মৃত্যুর আগে অনেকে শ্রাদ্ধশান্তি সেরে নেন। এও তেমন, একই অবস্থা তৃণমূলের।”

বলা বাহুল্য, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। তৃণমূল এবং বিজেপির মধ্যে সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা শেষ হাসি হাসবে, তার ভোট বাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে। আর এই পরিস্থিতিতে আগেই বিজয় উৎসব করে কার্যত বিরোধীদের চাপে রাখতে চাইল তৃণমূল কংগ্রেস। তবে বিরোধীদের পক্ষ থেকেও পাল্টা যেভাবে এই ব্যাপারে তৃণমূলকে কটাক্ষ করা হল, তাতে এই গোটা বিষয়টি নিয়ে সরগরম স্থানীয় রাজনীতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!