এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল রায়ের চালে আবার ব্যাকফুটে নির্বাচন কমিশন

মুকুল রায়ের চালে আবার ব্যাকফুটে নির্বাচন কমিশন


শীর্ষ আদালতের লিখিত নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখলেও চলতে থাকে প্রশিক্ষণ ব্যবস্থা। এদিন প্রশিক্ষণ চালু থাকার প্রতিবাদে বিজেপি নেতা মুকুল রায় রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠান। এই চিঠিতে তিনি জানিয়েছেন, ‘আপনি জানেন নির্বাচনী প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে আদালত। অথচ আমাদের নজরে এসেছে, নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের এই পদক্ষেপ আদালতের রায়কে লঙ্ঘন করছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

‘ এরপরই রাজ্য নির্বাচন কমিশন প্রশক্ষন সহ নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। এদিন রাজ্য নির্বাচন কমিশনের যুগ্ম সচিব শান্তনু মুখোপাধ্যায় চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, “আদালত জানিয়েছিল পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে না। এই পদক্ষেপের মধ্যে প্রশিক্ষণ পড়ে না। তাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরে আইনি পরামর্শ নিয়ে প্রশিক্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন কমিশনার।” ‘ওস্তাদের মার্ শেষ রাতে’ এক সময়ের দাপুটে তৃণমূল নেতা ও বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের ক্ষুরধার বুদ্ধির প্রশংসা করে এমনটাই মন্তব্য করেছে রাজনৈতিক মহল। এদিকে রাজ্য নির্বাসিসহন কমিশনের সামনে জারি হওয়া ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে এবং এদিন সকাল থেকেই সরোজিনী নাইডু রোডে যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!