এখন পড়ছেন
হোম > জাতীয় > দাবি নিয়ে এবার যন্তরমন্তরে ধরনায় বসছে বাংলার বিজেপি

দাবি নিয়ে এবার যন্তরমন্তরে ধরনায় বসছে বাংলার বিজেপি

বাংলার গেরুয়া শিবিরের এবার ধর্না যন্তরমন্তরে। গেরুয়া শিবিরের বিক্ষুব্ধ অংশ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজেদের নজরবন্দী করার জন্য এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। বিজেপির এই বিক্ষুব্ধ অংশ রাজ্য বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে এবং নিজেদের অস্তিত্ব বাংলায় বজায় রাখতে সেভ বেঙ্গল বিজেপি গঠন করেছে। ২০১৭ সালের মে মাসে এই বিজেপি গঠিত হয় এবং এই বিজেপিই একমাত্র বিজেপি বলে দাবী করে তারা। সূত্রের খবর দুর্নীতি মুক্ত বিজেপি গঠনের উদ্দেশ্যে তারা কলকাতায় একটি বড় সভা আয়জনের পরিকল্পনা করে। কিন্তু প্রথমে মুকুল রায়ের দলে আগমন ও তারপরে উলুবেরিয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচন, এই সব কারনে এই সভার আয়োজন পিছিয়ে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারী মাসের শেষ দিন পর্যন্ত তারা অপেক্ষায় থাকবে বলে জানা গেছে। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব বদলের আশ্বাস দিয়ে বারংবার এই সভার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছে বলে মনে করছে বিজেপির বিক্ষুব্ধ অংশ। তবে এই পরিস্থিতির মধ্যেই বিজেপির এই বিক্ষুব্ধ অংশ ৫ই মার্চ দিল্লীতে জমায়েত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!