এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুবাই পর্যন্ত তৃনমূলের দুর্নীতি? ভয়ঙ্কর জায়গায় রাজ্য ! মমতার সর্বনাশী রাজনীতিকে কটাক্ষ শুভেন্দুর !

দুবাই পর্যন্ত তৃনমূলের দুর্নীতি? ভয়ঙ্কর জায়গায় রাজ্য ! মমতার সর্বনাশী রাজনীতিকে কটাক্ষ শুভেন্দুর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যকে ভয়ংকর জায়গায় নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ে যাচ্ছেন থেকে বলা ভালো, একেবারে ধ্বংসের খাদের কিনারে তিনি এই রাজ্যকে পৌঁছে দিয়েছেন। রাজ্যের মধ্যে দুর্নীতি তো হচ্ছেই, এমনকি বিদেশের মাটিতেও এই রাজ্যের দুর্নীতির একটা যোগ এবং তার গন্ধ পাওয়া যাচ্ছে। শিক্ষা নিয়োগ দুর্নীতির পর রেশন বন্টন দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে যাবতীয় রহস্য তৈরি হয়েছে রাজ্যজুড়ে। অনেকে বলছেন যে, বিভিন্ন জায়গায় এই দুর্নীতির একটা লিংক রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর সেই বিষয় নিয়েই এবার শুভেন্দু অধিকারী দুবাইয়ের প্রসঙ্গ তুলে ধরলেন। যার মাধ্যমে তৃণমূল আরও বেকায়দায় পড়ে গেল বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত, এদিন শুভেন্দু অধিকারীকে এই রেশন দুর্নীতি নিয়ে বাইরের রাজ্যেও একটা যোগ রয়েছে বলে প্রশ্ন করা হয়। শুধু তাই নয়, পশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, তারা এই রেশন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলেও একটি খবর ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে প্রশ্ন আসতেই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “এই লিংক একদম দুবাই পর্যন্ত রয়েছে। এমনিতেই লালু-টালু অনেক নাম শোনা যাচ্ছে। তবে আমি বলব, এই লিংক একদম দুবাই পর্যন্ত রয়েছে।” একাংশের মতে, শুভেন্দু অধিকারীর মুখে দুবাইয়ের কথা নতুন কিছু নয়। এর আগেও তৃণমূল দলের এক সর্বোচ্চ নেতা, যার সঙ্গে দুবাইয়ের যোগ রয়েছে এবং তার সহধর্মিনী কিভাবে দুবাইয়ে গিয়ে অর্থনৈতিক তছরুপ করে এই রাজ্যকে সর্বনাশের মুখে ফেলেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এবার রেশন দুর্নীতিতেও সেই দুবাই যোগের কথা তুলে ধরে গোটা বিষয়কে অন্য মাত্রায় পৌঁছে দিলেন শুভেন্দুবাবু।

বিজেপির দাবি, যে নির্লজ্জ মানসিকতা নিয়ে এই তৃণমূল সরকার চলছে, তাতে তাদের চালাকি রাজ্যের মানুষ ধরে ফেলেছে। তবে রাজ্যের বাইরেও শুধু এই দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও তৃণমূলের দুর্নীতি বিস্তৃত। বারবার শুভেন্দুবাবু দুবাইয়ের কথা উল্লেখ করেছেন। তৃণমূলের এক বড় স্তরের নেতার সঙ্গে এই দুবাই যোগ রয়েছে বলে খবর। তাই রেশন দুর্নীতিতেও সেই দুবাই পর্যন্ত যোগসাজশ থাকতেই পারে। এটার মধ্যে অস্বাভাবিক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে যারা যারা সেই যোগ রেখেছেন, যারা যারা দুর্নীতির টাকা নিজেদের পকেটে পুড়েছেন, তাদের এবার গ্রেপ্তার করতে হবে। তাহলেই মূল রহস্য ফাঁস হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এত বড় দুর্নীতি হয়েছে, অথচ মুখ্যমন্ত্রী একবারের জন্যেও প্রকাশ্যে ভুল হয়েছে বলে ক্ষমা চাইতে পারলেন না। মাথা নত করতে পারলেন না! উল্টে তিনি সকলের কাছে প্রশ্ন করছেন, “তাও আমরা চোর?” একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা কি আশা করা যায়! সেই প্রশ্ন রয়েছে বিরোধীদের। আর তার মাঝেই শুভেন্দু অধিকারী দুবাই নিয়ে যে তথ্য দিলেন, তা ভয়ংকর এবং চমকে দেওয়ার মত। আগামী দিনে বিরোধী দলনেতার এই বক্তব্যকে হাতিয়ার করে তদন্তে নেমে দুবাই যোগের রহস্য ভেদ করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাহলেই সততার প্রতীকের মুখোশ পড়া চূড়ান্ত নাটক তৃণমূলের দাদা-দিদিদের ভেলকি সামনে চলে আসবে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!