এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিত্যাগী ‘হেভিওয়েট’ নেতাকে নিয়ে দড়ি টানাটানি কংগ্রেস ও শাসকদলে

বিজেপিত্যাগী ‘হেভিওয়েট’ নেতাকে নিয়ে দড়ি টানাটানি কংগ্রেস ও শাসকদলে

গত পুরভোটের আগেই দাপুটে কংগ্রেস নেতা তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তের বিশ্বস্ত অনুগামী বলে পরিচিত দুই নেতা দলবদল করেন। সন্দীপ বিশ্বাস শাসকদল তৃনামলে যোগ দিয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান হন, অন্যদিকে আরেকজন, পবিত্র চন্দ যোগ দেন বিজেপিতে। কিন্তু বিজেপিতে যোগদানে মাত্র ৬ মাসের মধ্যেই মোহভঙ্গ হওয়ায় তিনি বিজেপি ছাড়তে চলেছেন। এই বিষয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়ে জানিয়েছেন। তাঁর সুস্পষ্ট অভিযোগ, কথা দিয়ে কথা রাখেনি বিজেপি। তিনি জানিয়েছেন, রায়গঞ্জে নতুন ট্রেন দেওয়া হবে, এলাকার সার্বিক উন্নয়ন করা হবে বলে তাঁকে কথা দিয়েছিল বিজেপি। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি, আর তাই তিনি বিজেপি ছাড়তে চলেছেন।

কিন্তু বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেও, তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে তা খোলসা করেননি পবিত্রবাবু। পুরভোটের আগে কংগ্রেসে যে ধ্বস নেমেছিল, তা সামাল দিতে মোহিতবাবুরা যেন-তেন-প্রকারেন তাঁকে কংগ্রেসে ফেরাতে চান। মোহিতবাবুর কথায়, পবিত্র চন্দ বহু পুরো কংগ্রেস নেতা, আমরা ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিতে চাই, এবিষয়ে ওর সঙ্গে আমার কথাও হয়েছে। কিন্তু তিনি নিজে কি করবেন সেই বিষয়ে রহস্য জিইয়ে রেখে পবিত্রবাবুর বক্তব্য, কোন দলে যাব তা এখনও ঠিক করিনি, কিন্তু বিজেপিতে আর নয়। স্থানীয় সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দক্ষ সংগঠক’ হিসাবে পরিচিত পবিত্রবাবু কংগ্রেসে ফিরে গেলে, একসময়ের শক্তঘাঁটি রায়গঞ্জে ফের কংগ্রেসকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আর তাই শাসকদল, কংগ্রেসকে সে সুযোগ দিতে নারাজ। অন্যদিকে পবিত্রবাবুর ‘পুরোনো বন্ধু’ সন্দীপবাবু শাসকদলে নাম লিখিয়েই ‘পুরস্কার’ পেয়েছেন, সেটাও ভাবাচ্ছে পবিত্রবাবুকে। তাই সব মিলিয়ে রায়গঞ্জের রাজনীতি রীতিমত জমিয়ে দিলেন পবিত্রবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!