করোনা আবহে বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন ছাত্র-ছাত্রীদের জাতীয় বিশেষ খবর January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। আনলক পর্বে প্রায় সমস্ত কিছু খুলে গেলেও, শিক্ষাক্ষেত্র এখনো প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে আগামী ৪ ঠা মে থেকে সিবিএসইর বোর্ড পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছিল। এই পরিস্থিতি ছাত্র-ছাত্রীরা আবেদন করেছে পিটিশনে, সেখানে জানানো হয়েছে, এ বছর দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দিতে। আর্থিক সমস্যার জন্য বহু পরীক্ষার্থী অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারেনি। ফলে পড়াশোনায় পিছিয়ে পড়েছে তারা। পরীক্ষার উপযুক্ত প্রস্তুতিও নিতে পারেনি অনেকে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে, আগামী ৪ ঠা মে থেকে শুরু হয়ে আগামী ১০ ই জুন পর্যন্ত সিবিএসই বোর্ডের পরীক্ষা নেয়া হবে। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা ‘change.org’ তে পিটিশন দাখিল করেছে। যেখানে জানানো হয়েছে চলতি বছর সিবিএসইর দশম, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হোক। পরীক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক সমস্যা থাকায় অনেক পরীক্ষার্থী অনলাইন ক্লাস এর সুবিধা গ্রহণ করতে পারে নি। অনেকেই স্কুলের নির্দেশও ঠিকমতো জানে না। করোনা সংক্রমনের কারণে স্কুল বন্ধ থাকায় অনেকেই পড়াশোনায় পিছিয়ে পড়েছে। পরীক্ষার প্রস্তুতিও ঠিকভাবে নেওয়া অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে সাধারণ নিয়মে পরীক্ষা দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এ বছরে সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিল করে দেয়া হোক। পরিবর্তে বিকল্প উপায়ে এই শিক্ষাবর্ষে পরীক্ষার্থীদের নম্বর দেয়া হোক। সিবিএসই বোর্ড এর স্কুলগুলিতে আভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যমে এ বছর পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা। করোনার কারণে দীর্ঘ সময় ধরে স্কুল-কলেজ বন্ধ। তবে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল বেশ কিছু স্কুলের পক্ষ থেকে। কিন্তু অনলাইন ক্লাস এর সুবিধা অনেকের পক্ষেই নেওয়া সম্ভব হয়নি উপযুক্ত উপকরণের অভাবের। কারণ অনেকের বাড়িতেই এন্ড্রোয়েড মোবাইল, ল্যাপটপ নেই, আবার অনেকের কাছে ইন্টারনেট কানেকশন নেই। এ কারণেই পরীক্ষার উপযুক্ত প্রস্তুতি নেওয়া অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আবার সিবিএসই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দশম, দ্বাদশ শ্রেণীর ডেটাশীট আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। ইতিপূর্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়ে ছিলেন যে, যতো তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার দিন সামনে আনার ব্যবস্থা করা হচ্ছে। এবার পরীক্ষর্থীদের আবেদনে বোর্ড কোন সিদ্ধান্ত নেয় কিনা? সেদিকে নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -