এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল বিজেপিতে সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগে তুলকালাম কলকাতা

তৃণমূল বিজেপিতে সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগে তুলকালাম কলকাতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার বুকে এই মুহূর্তে চলছে গুরুত্বপূর্ণ 2021 এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। বলা যেতে পারে, এই নির্বাচন বর্তমানে রীতিমতো যুদ্ধের রূপ নিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে ক্রমশ বাড়ছে তৃণমূল এবং বিজেপির লড়াই। রাজ্যজুড়ে প্রধান প্রতিপক্ষ হিসেবে এই মুহূর্তে মুখোমুখি লড়াই চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। এই অবস্থায় প্রতিদিন এই দুই দলের নেতা মন্ত্রীরা একে অপরের বিরুদ্ধে চালাচ্ছে ক্ষুরধার আক্রমণ। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে উত্তপ্ত রয়েছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। তার মধ্যেই এবার নতুন করে অশান্তি লাগলো তৃণমূল এবং বিজেপির কসবা অঞ্চলে।

জানা গেছে, দুই দলই একে অপরের প্রতি হামলার অভিযোগ করেছে। দুই পক্ষই কসবা থানায় অভিযোগ জানাতে গেলে থানা অঞ্চলেই শুরু হয়ে যায় হাতাহাতি। ফলে থানা চত্বরেই তৈরি হয় সাময়িক উত্তেজনা। জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিজন সেতুর মোড়ে অবরোধ কর্মসূচি ছিল গেরুয়া শিবিরের। সেখানেই বিজেপির মন্ডল সভাপতিকে মারধর করে তৃণমূলের লোকজন বলে অভিযোগ করছে গেরুয়া শিবিরের লোকজন। দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি শংকর শিকদার জানিয়েছেন, প্রতিবাদ মিছিল শুরুর সময় তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কয়েকজন বয়স্ক দলীয় কর্মী এবং মহিলারা আহত হন। শঙ্করবাবু নিজেও দাবি করেছেন, তাঁর পিঠে আঘাত লাগে। এরপর বিজন সেতু থেকে কসবা থানা পর্যন্ত মিছিল করে পুলিশের কাছে স্মারকলিপি জমা দিতে গেলে সেখানে থানা চত্বরে থাকা তৃণমূলের লোকজনের মুখোমুখি হয় বিজেপি শিবিরের লোকজন। যথারীতি ওইখানেই শুরু হয়ে যায় গন্ডগোল। অন্যদিকে তৃণমূল বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির লোকেরাই তৃণমূলের ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন 67 নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড কো-অর্ডিনেটর বিজনলাল মুখোপাধ্যায়। বিজনলালবাবু আরও জানিয়েছেন, তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি হামলা চালিয়েছে।

সেই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীও জখম হয়েছেন। অভিযোগ জানাতে তাঁরা কসবা থানা এসেছিলেন। এদিকে জানা গেছে, কসবা থানা চত্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ পরিস্থিতি তৈরি হলে থানার পুলিশ অফিসাররা পরিস্থিতি আয়ত্তে আনেন। প্রসঙ্গত মনে করা হচ্ছে, জেপি নাড্ডার কনভয়ে হামলা করা নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া উত্তপ্ত, তার মধ্যেই নতুন করে বিজেপি তৃণমূল সংঘর্ষ দক্ষিণ কলকাতায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করলো। একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখল একমাত্র উদ্দেশ্য গেরুয়া শিবিরের। সেক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি যে বারংবার মুখোমুখি হবে সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। আর দুই বিরোধী শিবির মুখোমুখি হলে পরিস্থিতি যে খুব একটা প্রতিকূল হবেনা সেকথাও অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!